বিজ্ঞাপন
করোনাভাইরাসের সংক্রমণ রোধে হ্যামস্টার (ইঁদুর প্রজাতির প্রাণী) মারা শুরু করেছে হংকং। প্রথম দফায় অন্তত দুই হাজার হ্যামস্টার নিধন করা হবে। তবে একাধিক পশুপ্রেমী সংগঠন এমন সিদ্ধান্তের বিরোধিতা করছে।
হংকং কর্তৃপক্ষ বলছে, বিভিন্ন পশুপাখির দোকানে বিক্রির অপেক্ষায় থাকা এসব হ্যামস্টারের মাধ্যমে করোনা ছড়াচ্ছে।
এই ঘটনার সূত্রপাত পশু বিক্রির একটি দোকান থেকে। সম্প্রতি সেই দোকানের মালিক এবং একাধিক ক্রেতা করোনায় আক্রান্ত হন। উৎস খুঁজতে গিয়ে দেখা যায়, ওই দোকানের একধিক হ্যামস্টারও করোনায় আক্রান্ত।
হংকং প্রশাসনের বক্তব্য, হ্যামস্টার থেকে মানুষের মধ্যে করোনার সংক্রমণ ঘটছে। এরপরেই ওই দোকানের সমস্ত ক্রেতাকে সতর্ক করে দেওয়া হয়। বলা হয়, গত কয়েক সপ্তাহের মধ্যে যারাই ওখান থেকে হ্যামস্টার কিনেছেন, প্রশাসনের কাছে তা ফেরত দিয়ে যেতে হবে। হ্যামস্টারক মুখ দিয়ে আদর করা যাবে না।
সমস্ত ক্রেতাকে আইসোলেশনে থাকার নির্দেশনা দিয়ে বলা হয়েছে, অন্য দোকান থেকেও যারা হ্যামস্টার কিনেছেন, তাদের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
প্রশাসনের সিদ্ধান্ত, করোনার সংক্রমণ বন্ধ করতে দুই হাজার হ্যামস্টারকে মেরে ফেলা হবে। তবে তাদের মানবিক প্রক্রিয়ায় মারা হবে। যাতে কষ্ট কম হয়।
বিজ্ঞাপন