চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

করোনা প্রতিরোধে অক্সফোর্ডের ভ্যাকসিন সফল

করোনাভাইরাস বা কোভিড-১৯ এর চিকিৎসায় অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকদের তৈরি করা ভ্যাকসিন কার্যকর ও নিরাপদ বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি ৷ পাশাপাশি তা মানুষের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সহায়ক।

করোনাভাইরাসের বিরুদ্ধে এই প্রথম কোনো ভ্যাকসিন পরীক্ষামূলক পর্যায় পার করে চূড়ান্ত ধাপে পৌঁছাল।

Bkash July

সোমবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, ১০৭৭ জনের শরীরে ভ্যাকসিনের প্রাথমিক ট্রায়াল সফল হয়েছে ৷ তাদের দেহে এন্টিবডি এবং রক্তে শ্বেতকণিকা তৈরি করেছে, যা করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে সহায়ক।

টেস্টের ফলাফল অত্যন্ত নিরাপদ ৷ তবে এটির সুরক্ষা পর্যাপ্ত কিনা তা নিশ্চিত হতে আরও বৃহত্তর পরিসরে ট্রায়াল চলছে৷

Reneta June

যুক্তরাজ্য এরই মধ্যে ১০০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন পেতে অর্ডার করেছে৷

যুক্তরাজ্যের পাশাপাশি দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলে পরীক্ষামূলকভাবে সাফল্য পাওয়া ভ্যাকসিনটির নাম সিএইচএডিওএক্সওয়ান এনকোভ-১৯ (ChAdOx1 nCoV-19)।

এতে ‘সিএইচএডিওএক্সওয়ান’ ভাইরাস ব্যবহার করা হচ্ছে, যা সাধারণ সর্দিকাশির দুর্বল ভাইরাস হিসেবে পরিচিত।

ধারণা করা হচ্ছে এই বছরের শেষে ভ্যাকসিনটি বাজারে আনতে পারবে অক্সফোর্ড।

Labaid
BSH
Bellow Post-Green View