ধাপে ধাপে করা হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ প্রাথমিক দলের ক্রিকেটার ও কোচদের করোনা পরীক্ষা। রোববার সম্পন্ন হওয়া কোভিড-১৯ টেস্টে উতরে গেছেন প্রথম ধাপে নমুনা দেয়া সবাই।
মিরপুরের ক্রীড়া পল্লীতে মোট ২৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। সোমবার তাদের রিপোর্ট হাতে পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবার ফলই নেগেটিভ এসেছে।
বিসিবি চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, নেগেটিভ হওয়া ক্রিকেটাররা সাভারের বিকেএসপিতে আবাসিক ক্যাম্পে যোগ দেবেন।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল গঠনের জন্য ৪৫ ক্রিকেটারকে নিয়ে বিকেএসপিতে চার সপ্তাহের আবাসিক স্কিল ক্যাম্প করতে যাচ্ছে বিসিবি। কোভিড টেস্টের জন্য ১৫ জন করে তিন গ্রুপে ভাগ করা হয়েছে ক্রিকেটারদের।
ক্যাম্পের জন্য নির্বাচিত অবশিষ্ট ৩০ ক্রিকেটারের পরীক্ষা নেয়া হবে মঙ্গল ও বৃহস্পতিবার। কোচিং ও সাপোর্টিং স্টাফসহ মোট ৬৫ জনকে করোনা পরীক্ষার আওতায় আনা হয়েছে। মঙ্গল ও বৃহস্পতিবার শেষ দুই ধাপে করোনা টেস্ট করা হবে আরও ৩৮ জনের।
বিকেএসপিতে যুবাদের স্কিল অনুশীলন শুরু হবে ২৩ আগস্ট। ক্যাম্প চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়ে নিজেদের মধ্যে ভাগ হয়ে আটটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।
আকবর-রাকিবুল-ইমনদের বিশ্বকাপ অভিযানের সমাপ্তি হয়েছে বছরের শুরুতে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশকে তারা এনে দিয়েছেন স্বপ্নের শিরোপা। আকবরদের পালা শেষ। করোনা বিরতি কাটিয়ে এবার ২০২২ বিশ্বকাপের জন্য নতুন করে যুব স্কোয়াড গঠনের প্রক্রিয়া শুরু করে দিল বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগ।