চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

করোনা নিয়ে ‘আতঙ্কিত’ হতে বললেন মাহি

বাংলাদেশে করোনায় আক্রান্ত ব্যক্তির মৃত্যু সংবাদ পাল্টে দিয়েছে চিত্রনায়িকা মাহিকে

KSRM

‘সবাই বলছেন করোনা নিয়ে আতঙ্কিত না হতে, কিন্তু আমি বলবো আমাদের আতঙ্কিত হওয়া উচিত। আতঙ্কিত হলেই মানুষ সচেতন হবে। আর সচেতন না হলে এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব না।’- করোনা পরিস্থিতি নিয়ে নিজের ভাবনা শেয়ার করে এক ভিডিও বার্তায় এমনটাই জানালেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। 

সারা বিশ্বের মতো বাংলাদেশেও মারণব্যাধী করোনার ছোবল। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও বিশেষজ্ঞরা বলছেন, সচেতন না হলে আশঙ্কাজনক হারে বাড়তে পারে করোনা আক্রান্তের সংখ্যা। সবার মতো শুরুতে করোনাকে এতোটা গুরুত্ব না দিলেও এই ভাইরাসের ছোবলে একজনের মৃত্যুর পর বদলে গেছে চিত্রনায়িকা মাহির ধারণা।

Bkash July

বাংলাদেশে করোনায় আক্রান্ত ব্যক্তির মৃত্যু সংবাদ পাল্টে দিয়েছে মাহিকে। নিজেই সে কথা ভিডিওতে জানিয়েছেন তিনি। মাহির ভাষ্য: গত কয়েকদিন আগেও বন্ধুদের নিয়ে হ্যাং আউট করেছি, রেস্টুরেন্টে গিয়েছি, সিনেমা রিলেটেড কিছু মিটিং করেছি। কিন্তু পাঁচদিন আগে একটি নিউজ দেখেছি, যেখানে লেখা হয়েছে করোনায় আক্রান্ত হয়ে একজন লোক মারা গেছেন, এবং মৃত্যুর পর তার পরিবারকেও কাছে আসতে দেয়া হয়নি। তারা কেউ সেই মানুষটাকে দেখতে পাননি। মাত্র দুজন লোক গিয়ে তাকে দাফন করে এসেছে। আর এই সংবাদটিই আমাকে করোনা সম্পর্কে সিরিয়াস হতে বাধ্য করেছে। সত্যিই, এমন খবরে আমি খুব ভয় পেয়েছি।

এমন খবরের পর বাসায় নিজেকে পুরোপুরি লকডাউন করে রেখেছেন জানিয়ে ‘অগ্নি’ ছবির এই নায়িকা বলেন, আমরা কি কখনো চিন্তা করতে পারি যে আমাদের বাবা মা মারা যাবেন, আর আমরা তাদের চেহারাটা পর্যন্ত শেষবারের মতো দেখতে পারবো না? একটি বার তাদের জড়িয়ে ধরতে পারবো না? কিন্তু করোনার কারণে সেটাই হচ্ছে। এরপর থেকেই আমার উপলব্ধি হয়েছে, করোনায় আক্রান্ত হয়ে আমার বাবা মা যদি মারা যায়, তাহলে আমি শেষবারের মতো তাদের দেখতে পারবো না? এরপর থেকেই করোনা নিয়ে সমস্ত সচেতনা ফলো করছি। হোম কোয়ারেন্টাইনে থাকছি, নিজেকে পুরোপুরি লকডাউন করেছি বাসার মধ্যে।

Reneta June

মাহি বলেন, আমি কিন্তু ভয় থেকেই করোনা সম্পর্কে বেশি সচেতন হয়ে উঠেছি। যদি করোনার ভয়াবহতা সম্পর্কে আমি না জানতাম তাহলে হয়তো এতোটা সিরিয়াস হতাম না। তাই বলছি, আপনিও ভয় পান। ভয় যদি করোনা থেকে আপনাকে সচেতন করে তাহলে একটু ভয় সবারই পাওয়া উচিত।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View