করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড তারকা অক্ষয় কুমার। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই খবর।
রবিবার সকালে টুইটারে অক্ষয় কুমার লিখেছেন, ‘সবাইকে জানাতে চাই যে আজ সকালে আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। সব নিয়ম মেনে নিজেকে আইসোলেশনে রেখেছি। হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছি। যারা গত কয়েকদিনে আমার সংস্পর্শে এসেছেন, তারা অনুগ্রহ করে করোনা পরীক্ষা করিয়ে নিবেন। আশাকরি দ্রুত কাজে ফিরবো।’

‘রাম সেতু’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন অক্ষয় কুমার। ৩০শে মার্চ থেকে মুম্বাইয়ে এই ছবির শুটিং শুরু হয়েছিল। কোভিড বিধি মেনেই শুটিং চলছিল, তবুও আক্রান্ত অভিনেতা।
বিজ্ঞাপন
— Akshay Kumar (@akshaykumar) April 4, 2021