চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

করোনায় আক্রান্ত মাহিরা খানের সতর্ক বার্তা

করোনায় আক্রান্ত হয়েছেন বলিউডের ছবি ‘রইস’ এ অভিনয় করে খ্যাতি পাওয়া অভিনেত্রী মাহিরা খান। রবিবার এই অভিনেত্রী নিজেই সামাজিক মাধ্যমে বিষয়টি জানান। 

করোনায় আক্রান্ত হয়ে মাহিরা সতর্কবার্তা দিয়েছেন তার সংস্পর্শে আসা সকলের উদ্দেশে। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, আমার কোভিড-১৯ পজিটিভ ফল এসেছে। বর্তমানে আইসোলেশনে রয়েছি এবং গত কয়েকদিনে যারা আমার সংস্পর্শে এসেছে তাদের সবাইকে জানিয়েছি। অনুগ্রহপূর্বক তারা করোনা টেস্ট করিয়ে নিবেন। আশা রাখছি, শিগগিরি সুস্থ হয়ে যাবো ইনশাআল্লাহ। দয়া করে প্রত্যেকে মাস্ক পরুন। এটি আপনাকেও যেমন উপকৃত করবে তেমনি অন্যদেরও।

Bkash July

সম্প্রতি পাকিস্তানের লাহোরে অভিনেতা ফাওয়াদ খানের সাথে ‘নীলুফার’ নামে একটি সিনেমার শুটিং শেষ করেছেন মাহিরা। এর আগে ২০১৭ সালে বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিপরীতে ‘রইস’ সিনেমাতে অভিনয় করে বলিউডে অভিষেক করেছিলেন তিনি।

Labaid
BSH
Bellow Post-Green View