করোনা ভাইরাস বিস্তাররোধে জন সমাগম ঠেকাতে ইসলাম ধর্মের দুই পবিত্র নগরী মক্কা ও মদিনায় আরও ২৪ ঘণ্টার জন্য কারফিউ জারি করেছে সৌদি সরকার।
শুক্রবার দেশটি এই কারফিউর কথা ঘোষণা করেছে বলে জানায় আল জাজিরা।
এর আগে শহর দুটিতে ১৫ ঘণ্টার কারফিউ জারি করা হয় এবং মানুষকে বাড়িতে থাকার নির্দেশ দেয়া হয়। আগের সেই নির্দেশনা আজ আরো দীর্ঘায়িত করা হয়েছে।
মহামারী ঠেকাতে সৌদি কর্তৃপক্ষ গত সপ্তাহে হজ করতে ইচ্ছুকদের বুকিং পেছানোর আহ্বান জানায়।
নভেল করোনা ভাইরাসকে সামনে রেখে সংক্রমণ ঠেকাতে দেশটি মক্কা-মদিনা এবং রাজধানী রিয়াদেও মানুষজনের চলাচল বন্ধ করেছে। সৌদি আরবে করোনা ভাইরাসে ১ হাজার ৮৮৫ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ২১ জন।
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সবচেয়ে বেশি করোনা ভাইরাস সংক্রমণ হয়েছে সৌদি আরবে।