করোনাভাইরাস কেন্দ্রিক সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সুপ্রিম কোর্টের বিচারপতিদের পক্ষ থেকে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।
সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান চ্যানেল আই অনলাইনকে জানান, ‘৫ এপ্রিল সন্ধ্যায় বাংলাদেশের প্রধান বিচারপতি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে করোনা মোকাবিলায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতিগণের পক্ষ থেকে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেছেন।’
সুপ্রিম কোর্টের এই কর্মকর্তা আরও জানান, ‘গতকাল এক সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই চেক হস্তান্তর করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।’
