চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

করণের মতো ‘কফি আড্ডা’ শো আনছেন পিয়াল

বলিউডের প্রযোজক, নির্মাতা করণ যোহরের ‘কফি উইথ করণ’ শোটি সবার কাছে পরিচিত। এবার বাংলাদেশে এরকম একটি শো নিয়ে হাজির হচ্ছেন ফ্যাশন ডিজাইনার পিয়াল হোসাইন। নাম ‘কফি আড্ডা উইথ পিয়াল’।

বন্ধুমহলে পিয়াল ভীষণ চটপটে! পোশাকে, চলনে, কথাবার্তায় অনেকেই তাকে করণ যোহরের সঙ্গে তুলনা করেন! পিয়াল নিজেই করণের অন্ধ ভক্ত। চ্যানেল আই অনলাইনকে পিয়াল বলেন, বন্ধুরা আমাকে ঠাট্টার ছলে করণ যোহর বলে! সেখান থেকেই আমার মাথায় আসে ‘কফি উইথ করণ’-এর মতো একটি শো করি।

Bkash July

তিনি বলেন, আমার শোটি গতানুগতিক ধারার নয়। এখানে যেসব সেলেব্রেটিরা আসছেন কেউ তাদের কাজ নিয়ে আলাপ করছেন না। পুরোটাই ব্যক্তিগত জীবন নিয়েই কথাবার্তা বলছেন। ২০ মিনিটের আড্ডার আসর। ইতোমধ্যেই কয়েক পর্বের শুটিং করেছি। প্রতিটি পর্বের শুটিং একটি কফি হাউজের মধ্যে করেছি।

পিয়াল বলেন, আমার অনুষ্ঠানের থিমটা ‘কফি উইথ করণ’ শো থেকেই নেয়া। আগামী মাস থেকে টিভিতে প্রচারের পর আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে ‘কফি আড্ডা উইথ পিয়াল’-এর প্রতিটি পর্ব প্রকাশ করা হবে। প্রথমবার উপস্থাপনা করছি। যারা অতিথি হচ্ছেন সবার আমার বন্ধুমহলের। কাজটি বেশ উপভোগ করছি।

Reneta June

বাবলু আক্তার বাব্লুর পরিচালনায় এবং আসিফ খানের প্রযোজনায় পিয়ালের এ শো’র শুটিং হওয়া পর্বের অতিথিদের মধ্যে আছেন ইমন-নিরব, এভ্রিল-জেসিয়া, ইভান শাহরিয়ার সোহাগ-বুলবুল টুম্পা, সাঞ্জ জন-আঁচল, আরজে নিরব-শান্তা জাহান, নিপুণ।

পিয়াল বলেন, করোনায় অনেক সেলেব্রেটি শোতে আসতে পারছেন না। আগামীতে মেহের আফরোজ শাওন, অপু বিশ্বাসসহ বড় বড় সেলেব্রেটিরা অতিথি হিসেবে আসবেন বলে কথা দিয়েছেন।

ফ্যাশন ডিজাইনার হিসেবে সুনাম অর্জনের পর পিয়াল প্রথমবারের মতো চলচ্চিত্র প্রযোজনা করছেন। তার প্রযোজিত ছবি ‘স্বপ্নবাজি’। এ ছবির গল্প দেশের মডেলিং ইন্ডাস্ট্রির মডেলদের নানা চড়াই উৎরাই।

রায়হান রাফীর পরিচালনায় ছবিতে অভিনয় করছেন সিয়াম, মাহি, পিয়া জান্নাতুল, প্রিয়ন্তি উর্বী প্রমুখ। করোনার আগে সাতদিন এ ছবির শুটিং হয়েছে।

পিয়াল বলেন, ১৫ দিনের শুটিং বাকি। নভেম্বর মাসের দিকে বাকি কাজ শেষ করবো। মুক্তির টার্গেট করে রেখেছি ২০২১ সালের রোযার ঈদ।

Labaid
BSH
Bellow Post-Green View