
অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের এককে বিদায় ঘণ্টা বেজেছে গতবারের চ্যাম্পিয়ন নাওমি ওসাকার। তৃতীয় রাউন্ডে আমেরিকান আমান্ডা অনিসিমোভার কাছে হেরেছেন বিশ্বসেরা তারকা।
শুক্রবার মেলবোর্ন পার্কে ওসাকাকে ৪-৬, ৬-৩ ও ৭-৬ সেটে হারিয়েছেন অনিসিমোভা। জয়ে চতুর্থ রাউন্ডে খেলার টিকেট পেয়ে গেলেন র্যাঙ্কিংয়ে ৬০ নম্বরে থাকা অনিসিমোভা।
হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে প্রথম সেটটি ৬-৪ এ জিতে নেন অনিসিমোভা। পরের সেটে অবশ্য ঘুরে দাঁড়িয়েছিলেন ওসাকা। শেষ সেটে পয়েন্ট সমান হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকে। সেখানে সহজেই জয় তুলে নেন ১৭ বছর বয়সী অনিসিমোভা।
ছেলেদের এককের জয় পেয়েছেন রাফায়েল নাদাল। র্যাঙ্কিংয়ে ২২ ধাপ পিছিয়ে থাকা রুশ ক্যারেন খচানোভকে হারিয়ে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন স্প্যানিশ মহাতারকা।
শুক্রবার তৃতীয় রাউন্ডের ম্যাচে প্রথম দুই সেট ৬-৩, ৬-২ এ জিতে নেন নাদাল। পরের সেটে ঘুরে দাঁড়ান ক্যারেন। তৃতীয় সেট ৬-৩ এ জিতলেও শেষ রক্ষা হয়নি তার। শেষ সেটটি নিজের করে নিয়ে মাঠ ছাড়েন নাদাল।