এ মিজানের কথায় ঈদে বেলাল খানের গান ভিডিও
ঈদের দিন বিকেলে লেজার ভিশনের ইউটিউব চ্যানেল দেখা যাবে বেলাল খানের নতুন গান ভিডিওটি…
ঈদ উপলক্ষে প্রতি বছরই সংগীতাঙ্গন হয়ে ওঠে সরব। জনপ্রিয় শিল্পীদের পাশাপাশি নবাগত শিল্পীরাও গান প্রকাশ করে থাকেন ঈদে। তবে এবার সংগীতাঙ্গণের চিত্রটা একেবারেই আলাদা। করোনাভাইরাসের কারনে স্থবিরতা নেমে এসেছে সংগীত ভুবনে।
ঈদ উপলক্ষে অডিও প্রযোজনা প্রতিষ্ঠানগুলো হাতেগোনা কিছু গান প্রকাশ করতে যাচ্ছে। এরমধ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সুরকার সংগীতশিল্পী বেলাল খান অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন থেকে প্রকাশ করতে যাচ্ছেন তার নতুন গান ও ভিডিও।
গানের শিরোনাম ‘ ডানা ছাড়া পাখি ‘। গানটি লিখেছেন এ মিজান। কণ্ঠ দেয়ার পাশাপাশি এর সুর করেছেন বেলাল খান নিজেই। সংগীতায়োজন করেছেন এম এ রহমান। গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। এতে মডেল হয়েছেন আলভী ও আনিকা মিম।
ঈদের দিন বিকালে লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে গান ও ভিডিও প্রকাশিত হবে বলে জানিয়েছেন বেলাল খান।
গানটি নিয়ে আশাবাদী এই শিল্পী বলেন, গানের কথা চমৎকার। চেষ্টা করেছি ভালো একটি গান করার। আমার বিশ্বাস গানটি শ্রোতাদের ভালো লাগবে।