মাইক্রোসফট এক্সেল ভিত্তিক আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা ‘এক্সেলসিয়র’র অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে চ্যানেল আই।
বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স বিভাগের অধীনস্থ এ ক্লাব প্রতিবারের মতো এবারও আয়োজন করছে দেশের প্রথম এবং একমাত্র বিনিয়ােগভিত্তিক প্রতিযােগিতা।
এই প্রতিযোগিতার অধীনে অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স বিভাগ থেকে শীর্ষ দশ প্রতিযােগীকে সার্টিফিকেট প্রদান করা হয়। পাশাপাশি ফাইন্যান্স ক্লাব থেকে শীর্ষ তিনজন পান আকর্ষণীয় প্রাইজমানি।
এনএসইউ ফাইন্যান্স ক্লাব নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স বিভাগের অধীনস্থ একটি কো কারিকুলার ক্লাব। ২০১৪ সালের আগস্টে প্রতিষ্ঠিত হওয়া এই ক্লাবটি নিয়মিত ও প্রয়ােজনীয় সহ-পাঠক্রমিক কার্যক্রম সংগঠিত করার লক্ষ্যে নিরলস কাজ করে আসছে।
ক্লাবের শতাধিক সদস্যের অগ্রগতি ও কঠোর পরিশ্রমে এটি বিশ্ববিদ্যালয়ের দ্রুততম ক্রমবর্ধমান ক্লাব হয়ে উঠেছে।
বিস্তারিত তথ্য জানা যাবে ক্লাবের ফেসবুক পেজে:
https://web.facebook.com/NSUFinanceClub/