চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

‘একটা ফোন কল আমার ঘরে এক হাজার তারা একসাথে জ্বালিয়ে দিয়েছে’

KSRM

আলোচনায় হইচইয়ে মুক্তি পাওয়া নির্মাতা আশফাক নিপুণের বানানো ওয়েব সিরিজ ‘সাবরিনা’। মুক্তির পর থেকে বাংলাদেশ ও ভারতীয় দর্শকদের কাছ থেকে ব্যাপক ইতিবাচক সাড়া পেয়ে আসছেন নির্মাতা।

সেই প্রশংসার পালে নতুন করে হাওয়া লাগালেন কিংবদন্তী অভিনেতা আফজাল হোসেন। তিনি আশফাক নিপুণকে মুঠোফোনে ভূয়সী প্রশংসা করেন। আশফাক নিপুণ তার ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।

Bkash

নিপুণ জানান, কী অসম্ভব অদ্ভুত ভালো লাগা কাজ করে যখন ছোটবেলার নায়ক, প্রিয় শিল্পী, অভিনেতা এবং পরিচালক আফজাল হোসেন ফোন করে কী নিরহংকারভাবে আমার সিরিজ ‘সাবরিনা’ নিয়ে উনার মুগ্ধতা প্রকাশ করেন! আফজাল ভাই এর সাথে আমার সামনাসামনি কোনদিন দেখা হয় নাই, কথাও হয় নাই। দূর থেকে মুগ্ধতা ছিল, ভেবেছিলাম দূর দূরান্তেই থেকে যাবেন অগোচরে। কিন্তু উনার একটা ফোন কল আর অসম্ভব বিনয়ের সাথে উনার ভালো লাগা প্রকাশে মনে হচ্ছে কেউ আমার ঘরে ১০০০ তারা একসাথে জ্বালিয়ে দিয়েছে!

মুগ্ধতা প্রকাশ করে নিপুণ বলেন, ‘এত বড় শিল্পী কিন্তু সাবরিনার কেন্দ্রীয় চরিত্র থেকে শুরু করে একদম স্বল্পদৈর্ঘ্যের চরিত্র নিয়ে উনার বিশ্লেষণ, দৃশ্য, দৃশ্যের বুনন, ডায়ালগ, আলো ছায়ার খেলা, নীরবতার নৈর্ব্যক্তিকতা, সিনেমাটোগ্রাফি, সাউন্ড ডিজাইন, কোথায় কোথায় উনার ভাল লেগেছে, কোথায় উনি থমকে গেছেন- এসব নিয়ে উনার খুঁটিনাটি প্রত্যেকটা কথা যে আমাকে কীভাবে আন্দোলিত করে যাচ্ছিলো সেটা আমি জানি।
‘বারবার যখন বলছিলেন জীবনের, সমাজের, রাষ্ট্রের পারিপার্শ্বিক কত জটিল বিষয় কী সহজভাবে গল্পে উনাকে স্পর্শ করে গেছে তখন বিশ্বাসই হতে চাইছিলো না কথাগুলা আমাকে বলছেন উনি!’- বলছিলেন নির্মাতা আশফাক নিপুণ।

Reneta June

আফজাল হোসেনের ফোনে অনুপ্রাণিত হয়েছেন জানিয়ে নিপুণ আরও বলেন, আমি আসলে লিখে বোঝাতে পারব না যাদের কাজ দেখে বড় হয়েছি, মুগ্ধ হয়েছি, ফিল্মমেকিং এ আসার অনুপ্রেরণা পেয়েছি কোন না কোনভাবে, সেই তাঁরাই যখন আমার কাজ দেখে মুগ্ধ হন সেটা কীভাবে আলোড়িত করে। সেই তাঁরাই যখন বলেন ‘টেলিভিশনের সোনালী সময় পার করে আসার এত বছর পর যখন “সাবরিনা”র মত কাজ দেখে ভাবি, আমরা এখনো পারি, সব এখনো শেষ হয়ে যায়নি’-সেটা কীভাবে যে অনুপ্রাণিত করে!

গেল মাসের ২৫ তারিখে হইচইয়ে স্ট্রিমিং হয়েছে ‘মহানগর’ খ্যাত নির্মাতা আশফাক নিপুণের ‘সাবরিনা’। নারী কেন্দ্রীক গল্প নিয়ে নির্মিত ওয়েব সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন ও অর্ষা। এছাড়া আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, হাসান মাসুদ, রুনা খান, ইয়াশ রোহান, ডা. এজাজ, ফারুক আহমেদ, মনির খান শিমুল, নাদের চৌধুরী এবং সৈয়দ জামান শাওন।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View