চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

উপস্থাপক থাকছে এবারের অস্কারে

গত তিন বছর অস্কারের অনুষ্ঠানে ছিল না কোনো উপস্থাপক। তবে এবিসির সূত্রে জানা গেছে, এবছরের অস্কারে উপস্থাপক থাকছে।

এবিসি এন্টারটেইনমেন্ট ও হুলু ওরিজিনালের প্রেসিডেন্ট ক্রেইগ এরউইচ মঙ্গলবার ঘোষণা দিয়েছেন, অস্কারে উপস্থাপক ফিরছে। তবে কে উপস্থাপনা করছেন, সেই বিষয়ে মুখ খোলেননি তিনি। জানিয়েছেন, শিগগির এই বিষয়ে বিস্তারিত জানাবেন তিনি।

Bkash July

২০১৭ ও ২০১৮ সালে অস্কারে উপস্থাপনার দায়িত্ব পেয়েছিলেন জিমি কিমেল। তার উপস্থাপনা প্রশংসিত হয়েছে। তবে এরপর টানা তিন বছর অস্কারে কোনো উপস্থাপক রাখা হয়নি।

৮ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে অস্কারের চূড়ান্ত মনোনয়নের তালিকা। ২৭ মার্চ লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসবে অস্কারের আসর। ভ্যারাইটি

 

Labaid
BSH
Bellow Post-Green View