২৪ নভেম্বর মাঠে গড়াবে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ। শনিবার টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুপুর দেড়টায় আসরের উদ্বোধনী ম্যাচে মুশফিকুর রহিমের বেক্মিমকো ঢাকার প্রতিপক্ষ মিনিস্টার গ্রুপ রাজশাহী। যে দলটিতে প্রতিনিধিত্ব করবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
দিনের দ্বিতীয় ম্যাচে তামিম ইকবালের ফরচুন বরিশালের বিপক্ষে লড়বে সাকিব আল হাসান-মাহমুদউল্লাহ রিয়াদের জেমকন খুলনা। এই ম্যাচ দিয়েই নির্বাসন কাটিয়ে মাঠে ফিরবেন বিশ্বসেরা অলরাউন্ডার।
দিনের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়। দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। তবে শুক্রবার দুটি ম্যাচই ৩০ মিনিট পরে শুরু হবে।
পাঁচ দলের আসরে এক দিন করে বিশ্রাম রাখা হয়েছে। ১৮ ডিসেম্বর টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের তারিখ নির্ধারণ করা হয়েছে। রাখা হয়েছে রিজার্ভ ডে।

ডাবল লিগ পদ্ধতির আসরে প্রতিটি দল খেলবে আটটি করে ম্যাচ। অংশগ্রহণকারী একেকটি দল অপর চার দলের সঙ্গে দুইবার করে মুখোমুখি হবে। প্রতিটি দল দিনে চারটি ও রাতে চারটি করে ম্যাচ খেলবে।
