চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ঈদের আগে পশুর হাটে

KSRM

ঈদ উল আযহাকে সামনে রেখে দেশজুড়ে জমে উঠেছে কুরবানির পশুর হাট। সকাল থেকে প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করেই রাজধানীর বিভিন্ন পশুর হাটে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। বৃহস্পতিবার রাজধানীর হাজারীবাগ পশুর হাটে ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলেছে চ্যানেল আই অনলাইন।

ক্রেতারা বলছেন, চাহিদা অনুযায়ী পশুর পর্যাপ্ত উপস্থিতি থাকলেও, মূল্য আকাশ ছোঁয়া। অপরদিকে বিক্রেতারা দাবি করেছেন, ক্রেতাদের দরদামে যে মূল্য নির্ধারিত হচ্ছে সে দামে পশু বিক্রি করা হলে তাদের বিনিয়োগ করা মূলধন তোলা সম্ভব হবে না। তাই ইচ্ছা থাকা সত্ত্বেও কিছু গবাদি পশু এখনও বিক্রি করা সম্ভব হয়নি।

Bkash July

কুরবানির হাট নিয়ে বিস্তারিত দেখুন ডিজিটাল শর্টে:

Reneta June

বিজ্ঞাপন