পাকিস্তান টেস্ট দলের অভিজ্ঞ স্পিনার ইয়াসির শাহের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অভিযোগে মামলা হয়েছে। ঘটনায় উত্তাল দেশটির ক্রিকেট পাড়া। বিষয়টি ভালোভাবে নেননি ক্রিকেট বোর্ড প্রধান রমিজ রাজাও।
সাবেক অধিনায়ক ও বর্তমান বোর্ড প্রধান রমিজ মনে করেন, ইয়াসিরের এমন ঘটনা পাকিস্তান ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে। দলটি সম্পর্কে মানুষের মনে খারাপ বার্তা ছড়াবে।
‘ঘটনাটি কতটা সঠিক— তা জানি না। কিন্তু এটা ঠিক যে পাকিস্তান ক্রিকেটের জন্য এমন ঘটনা খুব একটা সুখকর নয়। বিশেষ করে এমন এক সময়ে যখন পাকিস্তান ক্রিকেটে ভালো একটা সময় যাচ্ছে।’
ইয়াসিরের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণে সাহায্য করেছেন পিসিবির কেন্দ্রীয় চুক্তিভুক্ত এ ক্রিকেটার। বন্ধুকে বাঁচাতে তিনি নিজেও কিশোরী ও তার পরিবারকে কল দিয়ে শাসিয়েছেন, ভয় দেখিয়েছেন।

এমন ঘটনায় বিব্রত পিসিবি প্রধান রমিজ, ইয়াসিরসহ সব চুক্তিবদ্ধ খেলোয়াড় দেশের অন্যতম ব্যক্তি হিসেবে কাজ করেন। তাদের আগেই বোঝানো হয়েছে যে, তাদের দায়িত্ব কী এবং কীভাবে জনসাধারণের সঙ্গে আচরণ করবেন।
‘এটা বড় চিন্তার ঘটনা, ইয়াসির আমাদের পরিসীমার খেলোয়াড়। আমরা যখন তাদের প্রশিক্ষণ করাই তখন তারা রাষ্ট্রদূতের পদে থাকে। কার সঙ্গে ও কোথায় মেলামেশা করতে হবে তা তাদের জানা উচিত।’
২০১৪ সাল থেকে পাকিস্তান টেস্ট দলে নিয়মিত খেলছেন ইয়াসির। ২০১৮ সালে এসে মাত্র ৩৩ ম্যাচে ২০০ টেস্ট উইকেট নিয়ে গড়েন রেকর্ড। পাকিস্তানের রঙিন জার্সিতে ২৫টি একদিনের ম্যাচও খেলেছেন। সম্প্রতি আঙুলের চোটে বাংলাদেশ সফরে দলে ছিলেন না এ লেগ স্পিনার।