চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

এককোটি ছাড়িয়ে ইলিয়াসের ‘না বলা কথা ৪’

এ প্রজন্মের জনপ্রিয় গায়ক ইলিয়াস হোসাইন গেল বছরের পহেলা সেপ্টেম্বরে প্রকাশ করেছিলেন তার নতুন গান ‘না বলা কথা’র চতুর্থ কিস্তি। পাঁচ মাসে যেতেই গানটি এককোটি পঁয়ত্রিশ হাজারের বেশি দর্শক দেখেছেন ইউটিউব থেকে। এই গায়কের জন্য এটি একটি রেকর্ড।

ভীষণ উচ্ছ্বাসিত ইলিয়াস। তিনি বলেন, আমার কাছে এটা খুবই আনন্দের খবর। বছরের শুরুতেই এমন একটি মাইলফলক ছুঁতে পেরে আমি আনন্দিত। এর কৃতিত্ব মোটেই আমার একার নয় বরং সংশ্লিষ্ট সবার।

Bkash July

কৃতজ্ঞতা প্রকাশ করে ইলিয়াস বলেন, এর প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান মাই সাউন্ড’র প্রতি আমি কৃতজ্ঞ। আর দর্শক-শ্রোতাদের প্রতি ভালোবাসা তো থাকছেই। আমি মনে করি গেল বছরে প্রকাশিত অসংখ্য গানের ভিড়ে আমাদের এই গানটি সবচেয়ে সফল-সেটাই প্রমাণ হলো ইউটিউবের এই কোটি ভিউর মাধ্যমে।

ইলিয়াসের গাওয়া ‘না বলা কথা ৪’ এই গানটির সুর করেছেন কাজী শুভ, সংগীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ। আর লিখেছেন জনপ্রিয় গীতকবি জাহিদ আকবর। মন ছুঁয়ে যাওয়া এক গল্প নিয়ে নির্মিত এই গানের মডেল ছিলেন অন্তু করিম ও মৌ।

Reneta June

ইলিয়াসের সঙ্গে গানটিতে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন অরিন। গানটির ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। মিউজিক ভিডিওটির গল্প সাজিয়েছিলেন শিল্পী ইলিয়াস নিজেই।

Labaid
BSH
Bellow Post-Green View