চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

আরেক দফা পেছালো ব্লগার অনন্ত হত্যা মামলার শুনানি

আরেক দফা পেছালো ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলার শুনানি। মামলার নথিপত্র মহানগর দায়রা জজ আদালত থেকে মহানগর হাকিম আদালতে না আসায় আজ পিছিয়ে যায় শুনানি।

আদালতের বিচারক আনোয়ারুল হক আদালত আগামী ৪ নভেম্বর পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছেন। এর আগে চলতি মাসের চার তারিখে একই কারণে আরেক দফা শুনানি পিছিয়েছিলো।

সিলেট টুডে জানিয়েছে, আজ এ মামলার শুনানির তারিখ নির্ধারিত থাকলেও শুনানি হয়নি বলে জানিয়েছেন আদালতের জিআরও বিজয় চন্দ্র দাস।

সেপ্টেম্বরের শেষ সপ্তাহে এ মামলার গ্রেপ্তার আসামী মোহাইমিন নোমান মহানগর দায়রা জজ আদালতে ফৌজদারি বিবি মামলা (মিস কেইস) দায়ের করলে নথিপত্র মহানগর হাকিম ২য় আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়।

গত ১২ মে নগরীর সুবিদবাজার এলাকায় নিজ বাসার সামনে অনন্ত বিজয় দাশকে কুপিয়ে হত্যা করা হয়। এই মামলায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এরমধ্যে মান্নান রাহি নামের একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

Labaid
BSH
Bellow Post-Green View