চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আনন্দদায়ক শ্রেণিকক্ষ চায় নোয়াখালীর সুবর্ণ চরের শিক্ষার্থীরা

আনন্দদায়ক শ্রেণিকক্ষ, ভবন সংস্কার এবং পর্যাপ্ত শিক্ষক নিয়োগের সুপারিশ করেছে নোয়াখালীর শিক্ষার্থীরা। শিক্ষকরা বলছেন, দুর্গম অঞ্চলে থাকার জন্য বিশেষ প্রণোদনা দেয়া হলে তৃণমূলে শিক্ষকদের উপস্থিতি বাড়বে। চ্যানেল আই ও গণসাক্ষরতা অভিযান এর আয়োজন শিক্ষা বাজেটে বক্তারা বলেছেন, মানসম্মত শিক্ষার জন্য কার্যকর বিনিয়োগ প্রয়োজন।

নোয়াখালীর সুবর্ণ চর উপজেলার হারুন অর রশীদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৭-১৮ অর্থ বছরের প্রাক বাজেট আলোচনা।

কৃষি উন্নয়নে গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের পরিকল্পনায় হৃদয়ে মাটি ও মানুষের কৃষি বাজেট-কৃষকের বাজেটের আদলে ২০১৫ সাল থেকে অনুষ্ঠিত হচ্ছে শিক্ষা বাজেট।

তৃণমূলের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, স্কুল ব্যবস্থাপনা কমিটি, স্থানীয় জনপ্রতিনিধিসহ শিক্ষা সংশ্লিষ্টরা আসছে শিক্ষা বাজেট কেমন দেখতে চান তা নিয়ে কথা বলেন। উঠে আসে শিক্ষা খাতের নানা সমস্যার কথা।

বাজেট আলোচনায় অংশ নেয়া বক্তারা বলেছেন, শিক্ষা খাতে সমস্যাগুলো চিহ্নিত করে আসছে বাজেটে পর্যাপ্ত বরাদ্দ দেয়া প্রয়োজন।

শিক্ষা বাজেটে অংশ নেয়া শিক্ষা সংশ্লিষ্টরা বলেছেন, প্রতি বছর শিক্ষায় বিনিয়োগ বাড়লেও এর অধিকাংশই ব্যয় হয় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর বেতন-ভাতা খাতে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: