চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

আত্মহত্যা করেছেন বলিউড অভিনেতা সুশান্ত রাজপুত

আত্মহত্যা করেছেন বলিউড তারকা অভিনেতা সুশান্ত রাজপুত সিং। মুম্বাইয়ে নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি।

এমন তথ্যই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া থেকে শুরু করে ভারতীয় শীর্ষ সংবাদ মাধ্যমগুলো।

Bkash July

সুশান্ত সিং রাজপুতের বয়স হয়েছিলো মাত্র ৩৪ বছর। এরমধ্যেই বেশকিছু সিনেমা উপহার দিয়েছেন তিনি। ক্রিকেটার এম এস ধোনির আত্মজীবনী নিয়ে নির্মিত ‘দ্য আনটোল্ড স্টোরি’ তে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছিলেন সুশান্ত।

ক্যারিয়ারের উজ্জ্বল সময়ে থেকেও কেন আত্মহননের পথ বেছে নিলেন সুশান্ত, তা ভেবে পাচ্ছেন কেউ। কেন আত্মহত্যার পথ বেছে নিলেন এই অভিনেতা? এর উত্তর খুঁজছে পুলিশ।

Reneta June

প্রাথমিকভাবে জানা গেছে, রবিবার সকালে সুশান্তের বাড়ির পরিচারক পুলিশকে খবর দেন। কখন, কোন সময় এই ঘটনা ঘটেছে সেই নিয়ে এখন কোনও তথ্য মেলেনি। এদিন বান্দ্রার ফ্ল্যাটে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয়েছে সুশান্তের দেহ। সেই ফ্ল্যাট ঘিরে রেখেছে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী।

ISCREEN
BSH
Bellow Post-Green View