চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

আইসল্যান্ডে ৮০০ বছর পর আগ্নেয়গিরির উদগীরণ শুরু

আইসল্যান্ডের রাজধানী রিকজাভিকের দক্ষিণ-পশ্চিমের একটি পাহাড়ী এলাকায় একটি আগ্নেয়গিরির উদগীরণ শুরু হয়েছে। ৮শ’ বছর আগে সর্বশেষ এই আগ্নেয়গিরি থেকে উদগীরণ হয়েছিলো।

দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, তারা আগে থেকেই এই উদগীরণের আশঙ্কা করছিলে। গত তিন সপ্তাহে ওই আগ্নেয়গিরি ও আশপাশের এলাকায় ৫০ হাজারেরও বেশিবার ভূমিকম্প হয়েছে।

Bkash July

রাজধানী রিকজাভিক থেকে ওই এলাকার দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। ইতোমধ্যে ওই অঞ্চল ও তার আশপাশের এলাকার মানুষজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

অগ্ন্যুৎপাত ও ভূমিকম্পের ফলে আইসল্যান্ডের রাজধানী ও তার আশপাশের বিভিন্ন এলাকায় ভূমিধস দেখা দিতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর।

Reneta June

শুক্রবার সেখানকার সময় রাত পৌনে নয়টার দিকে এই উদগীরণ শুরু হয়। এর আগে ২০১০ সালে আর একটি আগ্নেয়গিরির উদগীরণের কারণে ইউরোপজুড়ে বিমানচলাচল স্থগিত হয়ে যায়।

Labaid
BSH
Bellow Post-Green View