বিজ্ঞাপন
অ্যান্ডি ম্যাকব্রিনে ও হ্যারে টেক্টরের অর্ধশতকে ভর করে প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতল অ্যায়ারল্যান্ড। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ জিতে নিয়েছে সফরকারীরা।
ইতিহাস গড়ে সিরিজ জয়ের লক্ষ্যে স্যাবাইনা পার্কে মাঠে নামে আইরিশরা। উইন্ডিজদের ২১২ রানে বেধে ফেলে দারুণ শুরু করে আইরিশরা। পরে ৩১ বল হাতে রেখে ২ উইকেটের জয় নিয়ে সিরিজ নিজেদের করে নেয় অ্যায়ারল্যান্ড।
উইন্ডিজ সাগর পাড়ি দিতে টসে জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় অধিনায়ক পল স্টার্লি। ওপেনার শাই হোপ এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে গেলেও অন্য প্রান্ত ছিল আশা যাওয়ার মধ্যে। ইয়াংয়ের বলে ক্যাচ দিয়ে ফেরার আগে ক্যারিয়ারের ২০তম ওয়ানডে ফিফটি তুলে ৫৩ রানে কাটা পরেন হোপ। এরপর জেসন হোল্ডার এসে হাল ধরার চেষ্টা করলেও রান আউটে কাটা পড়েন। মাঠ ছাড়ার আগে ৪৪ রানের ইনিংস খেলে দলকে লড়াই করার রসদ যুগিয়ে যান। বাকি ব্যাটম্যানরা তেমন কিছু না করতে পারায় কাইরেন পোলার্ডের দলকে থামতে হয় ২১২ রানে। ম্যাকব্রিনে তুলেছেন ৪ উইকেট। তিনটি নিয়েছেন ইয়াং।
উইন্ডিজ সাগর পাড়ি দিতে নেমে প্রথম বলেই উইলিয়াম পোটারফিল্ডকে হারাতে হয় আইরিশদের। এর পরপরই দায়িত্ব নেয় স্টার্লি ও ম্যাকব্রিনে। স্টার্লি ৪৪ রানে কাটা পড়লেও হ্যারে টেক্টরকে নিয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রাখার কাজটা দারুণভাবে করেছেন ম্যাচের নায়ক ম্যাকব্রিনে। এই দু’জনের উইকেট পড়লে কিছুটা চাপে পরে আইরিশরা। তবে লক্ষ্য ছোট হওয়ায় ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারেনি উইন্ডিজরা। ৩১ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙ্গর ভিড়ায় অ্যায়ারল্যান্ড।
এর আগে প্রথম ম্যাচে উইন্ডিজদের ২৪ রানে জয়ের পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় সফরকারীরা। ৫ উইকেটের জয় তুলে নিয়ে সিরিজ জয়ের আগামবার্তা জানিয়ে রাখে আইরিশরা। শেষ ম্যাচে বাকি কাজটুকু দায়িত্ব নিয়ে একাই সামলেছেন ম্যাচের নায়ক ম্যাকব্রিনে।
বিজ্ঞাপন