গুম-খুনসহ মানবতাবিরোধী অপরাধের পৃথক দু’টি মামলায় শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ৩রা ও ৭ ডিসেম্বর ঠিক করেছেন ট্রাইব্যুনাল-১। গুমের মামলায় শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী হিসেবে জেড আই খান পান্না ও পলাতক অন্য আসামিদের পক্ষে হাসান ইমামকে নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। একইসাথে বিচারকদের ছবি, অপমানজনক কমেন্ট ফেসবুক, টিভি, পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে মুছে ফেলতে বিটিআরসি ও তথ্য সচিবকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।







