ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান-এর দ্বিতীয় সিজন শুরু হচ্ছে। আর এতে অতিথি হচ্ছেন, অভিনেত্রী ও নির্মাতা তানিয়া আহমেদ।
এবারের আয়োজন তানিয়া এই শোতে এসে র্যাম্পে হেঁটেছেন। জায়েদ বললেন, বাংলাদেশে আজ থেকে ৩৫ বছর আগে র্যাম্পের প্রচলন শুরুই করেছেন তানিয়া আপা, মৌ-রা। এতোদিন পর যুক্তরাষ্ট্রে তানিয়া আপা আমার সঙ্গে র্যাম্পে হাঁটলেন, আমি সত্যিই গর্বিত।
অভিনেত্রী তানিয়া নাটক-সিনেমায় বৈচিত্রময় চরিত্রে অভিনয় করে তিন দশক ধরে দর্শক মুগ্ধ করে রেখেছেন। এবার তার জীবনের সেসব গল্পই জানা যাবে জায়েদ খানের সঙ্গে কথোপকথনে।
শো’তে উপস্থাপক জায়েদ খানের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় তানিয়া আহমেদ শেয়ার করেছেন তার ক্যারিয়ার, ব্যক্তিগত অভিজ্ঞতা, কাজের গল্প এবং নানা অজানা মুহূর্ত। জমজমাট কথোপকথন, খোলামেলা আলোচনা আর তারকাখচিত উপস্থিতিতে পর্বটি দর্শকদের জন্য হতে যাচ্ছে বিশেষ আকর্ষণ।
জানা গেছে, পর্বটি শুক্রবার (৩০ জানুয়ারি) লাইভ সম্প্রচারিত হবে ঠিকানা ডিজিটালের ফেসবুক ও ইউটিউব পেইজে।
২০২৪ সালে জুলাই মাসে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান জায়েদ খান। এরপর আগস্টে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তন ও তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হওয়ার কারণে তিনি আর দেশে ফেরেননি।
মাতৃভূমিতে ফেরার ইচ্ছা থাকলেও উদ্ভূত পরিস্থিতিতে তিনি যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন এবং সেখানেই ক্যারিয়ারের নতুন এই অধ্যায় শুরু করেছেন।







