চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিরুদ্ধে অভিযোগ এনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে মিলে শি জিনপিং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।
সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বেইজিংয়ে চীনের ইতিহাসের সবচেয়ে বড় ‘ভিক্টরি ডে’-এর সামরিক কুচকাওয়াজে বিশ্ব নেতাদের উপস্থিতির পর ট্রাম্প এ মন্তব্য করেছেন। এদিন চীন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের ৮০ বছরপূর্তি উদ্যাপন করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের সময় দয়া করে ভ্লাদিমির পুতিন ও কিম জং উনকে আমার উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দিন। চীন আমাদের ওপরই বেশি নির্ভরশীল।
একইসঙ্গে ট্রাম্প দাবি করেছেন, চীন, রাশিয়া ও অন্য কিছু দেশের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হওয়া যুক্তরাষ্ট্রের জন্য হুমকি নয়।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, না, আমি মোটেও মনে করি না তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো জোট গড়ছে। চীনের আমাদেরকে বেশি প্রয়োজন।
তিনি আরও বলেন, প্রেসিডেন্ট শি-এর সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। তবে আমরা যত না চীনের ওপর নির্ভরশীল, আমাদের চেয়ে অনেক বেশি চীন আমাদের ওপর নির্ভরশীল।
ট্রাম্প আরও স্মরণ করিয়ে দেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র চীনকে বিপুল সহায়তা দিয়েছিল। অনেক আমেরিকান প্রাণ হারিয়েছেন চীনের বিজয় ও গৌরবের যাত্রায়। আমি আশা করি, তাদের সাহস ও আত্মত্যাগ যথাযথভাবে সম্মান জানানো হবে।
বেইজিংয়ে আয়োজিত সামরিক কুচকাওয়াজে প্রেসিডেন্ট শির সঙ্গে ২৬টি দেশের রাষ্ট্রপ্রধান উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন কিম জং উন ও ভ্লাদিমির পুতিনও। বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের উপস্থিতি পশ্চিমা দেশগুলোর প্রতি একটি বার্তা।
মঙ্গলবার একটি রেডিও সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, রাশিয়া ও চীনের মধ্যে সম্পর্কের ঘনিষ্ঠতা নিয়ে তিনি উদ্বিগ্ন নন। যুক্তরাষ্ট্রের রয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী। তারা কখনও আমাদের বিরুদ্ধে সেনাবাহিনী ব্যবহার করবে না। সেটা তাদের সবচেয়ে বড় ভুল হবে।
একই সাক্ষাৎকারে ট্রাম্প জানান, গত মাসে আলাস্কায় একটি বৈঠকে ইউক্রেন যুদ্ধ নিয়ে কোনো শান্তিচুক্তি না হওয়ায় তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের ওপর খুবই হতাশ।
তিনি বলেন, আমি প্রেসিডেন্ট পুতিনের ওপর খুবই হতাশ। তবে ইউক্রেনের মানুষের জন্য আমরা কিছু করব, যাতে তারা ভালোভাবে বাঁচতে পারে। তবে তিনি বিস্তারিত কিছু জানাননি।








