ওসাসুনার রক্ষণ বেশ ভুগিয়েছে বার্সেলোনাকে। একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিল না জাভি হার্নান্দেজের দল। ম্যাচের শেষমুহূর্তে এসে জর্ডি আলবার গোলে টেনেটুনে জয় তুলে লিগ শিরোপার সুবাস পাচ্ছে কাতালানরা। ম্যাচ শেষে উচ্ছ্বসিত জাভি বলেই ফেললেন, ‘লা লিগা প্রায় জিতে গেছি।’
ন্যু ক্যাম্পে মঙ্গলবার রাতে বেশিরভাগ সময় দশজন নিয়ে রক্ষণ আগলে রাখলেও শেষরক্ষা হয়নি ওসাসুনার। ১-০ গোলে ওসাসুনাকে হারায় বার্সা।
ম্যাচ শেষে জাভি স্বীকার করেছেন, জয় তুলতে বেশ বেগ পেতে হয়েছে। বলেছেন, ‘ম্যাচে জয় পেতে আমাদের অনেক ভুগতে হয়েছে। কিছু স্পষ্ট সুযোগ কাজে লাগাতে পারিনি। তারা ভালো ডিফেন্স করেছে। কিন্তু শেষপর্যন্ত জর্ডির গোলে আমরা জয় পেয়েছি।’
৩৩ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে লিগ জয়ের বন্দরের আরও কাছাকাছি চলে গেল বার্সেলোনা। একই রাতে রিয়াল সোসিয়েদাদের কাছে হেরে শিরোপা দৌড় থেকে এক প্রকার ছিটকেই গেছে টেবিলের দ্বিতীয় দল রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে লস ব্লাঙ্কোসদের পয়েন্ট এখন ৬৮।
লিগে এখনও ৫টি করে ম্যাচ বাকি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার। এরমধ্যে এক ম্যাচে জয় পেলেই শিরোপা নিশ্চিত করে ফেলবে কাতালান ক্লাবটি। এমন বাস্তবতায় স্প্যানিশ কোচ জাভিও সুবাস পাচ্ছেন শিরোপার।
৪৩ বর্ষী কোচ বলেছেন, ‘এই ম্যাচটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। লা লিগা প্রায় জিতে গেছি। রায়ো ভায়েকানোর কাছে পরাজয়ের পর রিয়াল বেটিস এবং ওসাসুনার বিপক্ষে অর্জন করা ছয় পয়েন্ট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। পরের ম্যাচে কী ঘটবে, এখন তাই দেখার অপেক্ষায় আছি।’








