বিশ্বকাপ ক্রিকেট জ্বরে আক্রান্ত এখন পুরো বিশ্ব। সেই বিশ্বকাপ ক্রিকেটকে ঘিরেই চ্যানেল আই আয়োজন করেছে ক্রিকেট বিষয়ক ৩টি গল্পের ৬ পর্বের টেলিফিল্ম! সঙ্গে বাড়তি বোনাস হিসেবে থাকছে আরও একটি পর্ব।
ক্রিকেট নিয়ে চ্যানেল আই এর এই আয়োজনের নিবেদনে আছে ডাচ-বাংলা ব্যাংক এর স্বনামধন্য ব্র্যান্ড রকেট এবং নেক্সাস-পে।
এ উপলক্ষ্যে বুধবার (১১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় চ্যানেল আই স্টুডিওতে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের। সেখানে উপস্থিত ছিলেন ক্রিকেট বিষয়ক টেলিফিল্মের পরিচালক, শিল্পী সহ চ্যানেল আই এর পক্ষ থেকে বিশিষ্ট অভিনেতা ও নির্মাতা এবং চ্যানেল আইয়ের সিনিয়র জেনারেল ম্যানেজার শহীদুল আলম সাচ্চু, আইস্ক্রিনের প্রজেক্ট ডিরেক্টর ও চিত্রনায়ক রিয়াজ, ক্রিকেটার জাভেদ ওমর বেলিম এবং অভিনেতা তারিক আনাম খান সহ বহু অভিনয়শিল্পী ও কলাকুশলীরা।
সংবাদ সম্মেলনে চ্যানেল আইয়ের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১৩ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে এই আয়োজন। যা চলবে আগামী ২৪ নভেম্বর পর্যন্ত। ১৩ এবং ২০ অক্টোবর শুক্রবার বেলা ৩টা ৫ মিনিটে থাকছে রকেট নিবেদিত আশরাফ শিশির এর পরিচালনায় টেলিফিল্ম ‘ওহ ক্রিকেট’!
২৭ অক্টোবর ও ৩ নভেম্বর শুক্রবার বেলা ৩টা ৫মিনিটে থাকছে রকেট নিবেদিত গোলাম সোহরাব দোদুল এর পরিচালনায় টেলিফিল্ম ‘সাকিব দ্য গ্রেট’।
১০ এবং ১৭ নভেম্বর, শুক্রবার বেলা ৩টা ৫মিনিটে থাকছে নেক্সাস পে নিবেদিত নিমা রহমান পরিচালিত টেলিফিল্ম ‘একটি লাল বলের স্বপ্ন’। সবশেষে বাড়তি বোনাস হিসেবে ২৪ নভেম্বর শুক্রবার বেলা ৩টা ৫মিনিটে থাকছে নেক্সাস পে নিবেদিত টেলিফিল্ম ‘একটি লাল বলের স্বপ্ন’ এর বাড়তি বোনাস পর্ব!
এর বাইরেও ক্রিকেট বিশ্বকাপের মাস জুড়ে চ্যানেল আইয়ের আয়োজন হিসেবে থাকছে বিশ্লেষণমূলক অনুষ্ঠান ‘ডাগ আউট’, ক্রিকেট নিয়ে ফেরদৌস হাসান পরিচালিত ধারাবাহিক নাটক ‘মারছক্কা’ এবং মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিক নাটক ‘ছক্কা’ সহ নানান আয়োজন।








