ওয়ার্ল্ড র্যাপিড দাবায় চমক দেখিয়েছেন বাংলাদেশের দাবাড়ু মনন রেজা। দুজন গ্র্যান্ডমাস্টারকে পরাজিত করেছেন। পঞ্চম রাউন্ডে হারিয়েছেন অস্ট্রিয়ার গ্র্যান্ডমাস্টার হোরভাথ ডোমিনিককে, নবম রাউন্ডে জার্মানির গ্র্যান্ডমাস্টার ডেনিস ওয়াগনারকে। ১৮০ জন দাবাড়ুর মধ্যে মনন বর্তমানে ১৫১তম স্থানে রয়েছেন।
র্যাপিড দাবায় ম্যাচের দৈর্ঘ্য ১৫ মিনিট। প্রতিযোগিতায় ৯ ম্যাচে সাড়ে তিন পয়েন্ট পেয়েছেন বাংলাদেশের জাতীয় চ্যাম্পিয়ন মনন। বাংলাদেশের মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন নোশিন আনজুম পেয়েছেন আট ম্যাচে আড়াই পয়েন্ট। তাতে ১১০ জনের মধ্যে আছেন ১০১তম স্থানে।
প্রতিযোগিতায় ওপেন বিভাগে ৫৬টি দেশের ১৩৪ জন গ্র্যান্ডমাস্টার এবং ৩২ জন আন্তর্জাতিক মাস্টার অংশ নিচ্ছেন। নারী বিভাগে অংশ নিয়েছেন ৩৫টি দেশের ২১ জন গ্র্যান্ডমাস্টার, ২৩ জন নারী গ্র্যান্ডমাস্টার, ৩৬ জন আন্তর্জাতিক মাস্টার এবং ১০ জন নারী আন্তর্জাতিক মাস্টার।
শনিবার শেষ হচ্ছে ওয়ার্ল্ড র্যাপিড দাবা চ্যাম্পিয়নশিপ। এরপর একই ভেন্যুতে শুরু হবে ব্লিটস চ্যাম্পিয়নশিপ।







