বছরের শেষে কাতারে হতে চলা বিশ্বকাপের ৩০ দল নিশ্চিত হয়ে গেছে। বাকি দুই দলের নাম জানতে অপেক্ষা আর কয়েকটা দিনের। ম্যাচ বাকি দুটি।
১৩ জুন বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টায় প্লে-অফের ফাইনালে মুখোমুখি হবে পেরু এবং অস্ট্রেলিয়া। জয়ী দল কাটবে বিশ্বকাপের টিকিট। তারা ‘ডি’ গ্রুপে প্রতিপক্ষ পাবে ফ্রান্স, ডেনমার্ক ও তিউনিশিয়াকে।
মঙ্গলবার আল রাইয়ানের আহমাদ বিন আলী স্টেডিয়ামে হওয়া ম্যাচে স্বাগতিক আরব আমিরাতকে হারিয়ে বিশ্বকাপে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে অজিরা।
গোলশূন্য প্রথমার্ধের পর ৫৩ মিনিটে অস্ট্রেলিয়াকে এগিয়ে দেন জ্যাকসন আরভিন। চার মিনিট পর স্বাগতিকদের সমতায় ফেরান কাইও।
নির্ধারিত সময়ের খেলা শেষের চার মিনিট আগে অ্যারণ মুইয়ের কর্নার কিকে বল পেয়ে ভলি করেন আজডিন হরিস্টিক। বল প্রতিপক্ষের আলী সালমিনের গায়ে লেগে জালে জড়ালে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত হয়ে যায়।
অজিদের প্রতিপক্ষ লাতিন অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ের বাধা পেরোতে না পারা পেরু পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে থাকায় প্লে-অফ ফাইনাল খেলার সুযোগ পাচ্ছে।
আরেক ম্যাচে নিউজিল্যান্ড প্রে-অফের ফাইনালে খেলবে কোস্টারিকার বিপক্ষে, ম্যাচ ১৫ জুন বাংলাদেশ সময় রাত ১২টায়। জয়ী দল যাবে কাতারে।







