আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছিলেন খুব ভালো অভিনেতা- এমনটাই মন্তব্য করলেন অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা উডি অ্যালেন। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া ‘সেলিব্রিটি’ সিনেমায় ডোনাল্ড ট্রাম্পকে পরিচালনা করার অভিজ্ঞতা থেকে তিনি এমন মন্তব্য করেন।
তার মতে ট্রাম্প ছিলেন “খুব ভালো অভিনেতা”। বিল মাহারের ‘ক্লাব রেন্ডম’ অনুষ্ঠানে কথা বলতে গিয়ে অ্যালেন জানান, ট্রাম্প ছিলেন খুব ভদ্র, ঠিকভাবে নিজের জায়গায় দাঁড়াতেন, সবকিছু সঠিকভাবে করতেন এবং তার মধ্যে শোবিজের জন্য একটি স্বাভাবিক গুণ ছিল।

অ্যালেন মজা করে আরও বলেন, “এখন তিনি প্রেসিডেন্ট, যদি আমাকে তাকে পরিচালনা করতে দিতেন, আমি দারুণ কিছু করতে পারতাম।”
‘সেলিব্রিটি’ ছবিতে (যেখানে লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনয় করেছিলেন) ট্রাম্পকে খুব অল্প সময়ের জন্য পর্দায় দেখা যায়। সেখানে এক টিভি রিপোর্টারের সঙ্গে কথোপকথনে তিনি মজা করে বলেন যে তিনি সেন্ট প্যাট্রিক’স ক্যাথেড্রাল কিনতে যাচ্ছেন, সেটি ভেঙে দিয়ে খুব উঁচু এবং সুন্দর একটি ভবন বানাবেন।
অ্যালেন বলেন, ক্যামেরার সামনে ট্রাম্পের মধ্যে এক ধরনের ‘কারিশমাটিক গুণ’ ছিল, তিনি ছিলেন “আনন্দদায়ক, খুব প্রফেশনাল, খুব ভদ্র” এবং অ্যালেন বিস্মিত হয়েছিলেন যে এমন একজন মানুষ হঠাৎ করে রাজনীতিতে কেন ঢুকলেন!
তার ভাষায়, “রাজনীতি মানে কেবল ঝামেলা, কঠিন সিদ্ধান্ত আর মানসিক যন্ত্রণা। এই মানুষটিকে আমি নিক্স খেলার মাঠে দেখতাম, তিনি গলফ খেলতে ভালোবাসতেন, সুন্দরী প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত থাকতে পছন্দ করতেন, আর এসব ছিল আনন্দের ব্যাপার। হঠাৎ করে তিনি কেন রাজনীতির মতো ঝামেলাপূর্ণ বিষয়ে নিজেকে জড়ালেন, সেটা আমার বোধগম্য নয়।”

অনুষ্ঠানে ‘মিডনাইট ইন প্যারিস’ খ্যাত এই নির্মাতা আরও জানান, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি কমলা হ্যারিসকে ভোট দিয়েছেন। উডি অ্যালেন বলেন, “ট্রাম্পের রাজনীতি, তার নীতিগুলোর প্রায় সবকিছুর সঙ্গেই আমি দ্বিমত পোষণ করি।”
শেষে অ্যালেন মজার ছলে যোগ করেন,“আমি যদি পারতাম তাকে (ট্রাম্প) এখন প্রেসিডেন্ট হিসেবে পরিচালনা করতে, সিদ্ধান্তগুলো আমি নিতাম। কিন্তু এটা কখনোই হবে না।”
রাশিয়ার সাহিত্য অনুরাগী অ্যালেন। সম্প্রতি তিনি মস্কোতে একটি চলচ্চিত্র উৎসবে ভার্চুয়ালি অংশ নেওয়ায় সমালোচনার মুখে পড়েন। পরে তিনি একটি বিবৃতিতে স্পষ্ট করেন যে ইউক্রেন সংঘাতে তিনি দৃঢ়ভাবে মনে করেন ভ্লাদিমির পুতিন পুরোপুরি ভুল করেছেন। গার্ডিয়ান








