মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে এবারের আসরে দ্বিতীয় দিনে স্বাগতিক নেপালের মুখোমুখি হয়েছিল ভুটান। ঘরের মাঠে ভুটানের বিপক্ষে জয় তুলতে পারেনি হিমালয়কন্যা খ্যাত দেশটি। আর দিনের প্রথম ম্যাচে মালদ্বীপকে ১-০ গোলে হারিয়েছে শ্রীলঙ্কা।
কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে দুপুর দেড়টায় মালদ্বীপের মুখোমুখি হয় শ্রীলঙ্কা। ১৮ মিনিটে ওয়ার্না কুলাসুরিয়া মহামুতুকলা আইকে লঙ্কানদের এগিয়ে নেন। পরে লিড ধরে রেখে জয় নিশ্চিত করে লঙ্কান মেয়েরা।
বিকেল সাড়ে পাঁচটায় স্বাগতিকদের বিপক্ষে দারুণ করেছে ভুটান। প্রায় সাড়ে পাঁচ হাজার দর্শকের সামনে নেপালকে রুখে দিয়েছে তারা। গোলশূন্য সমতায় পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে দুদল।
‘বি’ গ্রুপের লড়াইয়ে ২১ অক্টোবর দুপুর দেড়টায় নিজেদের দ্বিতীয় ম্যাচে নামবে ভুটান ও শ্রীলঙ্কা। একইদিনে বিকেল সাড়ে পাঁচটায় মালদ্বীপের মুখোমুখি হবে নেপাল।







