তিনটি দল নিয়ে মেয়েদের দীর্ঘ পরিসরের ক্রিকেট আসর শুরু হচ্ছে এবার। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সকাল নয়টায় বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) নামের আসরটির উদ্বোধনী ম্যাচ।
বাংলাদেশ নারী ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস পাওয়ায় লংগার ভার্সন ক্রিকেটে পথচলা শুরু হতে সময় লাগল না।
মেয়েদের ক্রিকেটে দুই দিনের ম্যাচ বাংলাদেশে এবারই প্রথম। আসরে টিম পদ্মা, টিম মেঘনা এবং টিম যমুনা নামে অংশগ্রহণ করবে দলগুলো। আসর চলবে ৯ এপ্রিল পর্যন্ত।
৩০-৩১ মার্চ প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে, অংশগ্রহণ করবে টিম পদ্মা ও টিম যমুনা। দুই দিনের বিরতি দিয়ে ৩-৪ এপ্রিল হবে দ্বিতীয় ম্যাচটি। ওই ম্যাচে অংশগ্রহণ টিম মেঘনা ও টিম যমুনা।
আবারও দুই দিনের বিরতি দিয়ে ৭-৮ এপ্রিল হবে আসরের শেষ ম্যাচটি। ওই ম্যাচটি খেলবে টিম পদ্মা ও টিম মেঘনা। জাতীয় ও অনূর্ধ্ব দল মিলিয়ে প্রতিটি দলে ১৪ জন খেলোয়াড় থাকবে।







