ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন ‘টেস্ট ক্রিকেটের সেরা পারফর্মার’কে পুরস্কৃত করে। ‘দ্য উইজডেন ট্রফি’র জন্য এবার মনোনীত হয়েছেন টাইগার পেসার ইবাদত হোসেন।
২০২২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুইয়ে ম্যাচজয়ী পারফরম্যান্সের জন্য মনোনয়ন পাওয়া ক্রিকেটারদের তালিকায় আছেন ইবাদত।
কিউইদের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের ম্যাচে বাংলাদেশের নায়ক ছিলেন ইবাদত। দ্বিতীয় ইনিংসে ৪৬ রানে ৬ উইকেট নেন ডানহাতি পেসার।
ইবাদত ছাড়াও ‘দ্য উইজডেন ট্রফি’ জয়ের দৌড়ে রয়েছেন আরও ৭ ক্রিকেটার। মনোনয়ন পাওয়া বাকিরা হলেন- জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, রবীন্দ্র জাদেজা, শ্রীলঙ্কার প্রবাথ জয়াসুরিয়া, উসমান খাজা, মার্নাশ লাবুশেন, টম ল্যাথাম। এক বেয়ারস্টোরই তিনটি ইনিংস মনোনয়ন তালিকায় আছে।







