এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ। গতবছর ওয়ানডেতে ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছেন ডানহাতি টাইগার পেসার।
গতবছরটা স্বপ্নের মতো কেটেছে ২৯ বর্ষী তাসকিনের। ৭ ম্যাচে ২৩.৯ গড়ে শিকার করেছেন ১৪ উইকেট। বছরের শেষটা ভালো না গেলেও মার্চে শ্রীলঙ্কা সিরিজে ছিলেন উজ্জ্বল। তিন ম্যাচে শিকার করেছিলেন ৮ উইকেট।
সেই সাফল্যে তাসকিন জায়গা পেলেন উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে। একাদশে আরও আছেন শ্রীলঙ্কার তিন ক্রিকেটার। আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান থেকে জায়গা পেয়েছেন দুজন করে, ইংল্যান্ড ও বাংলাদেশ থেকে আছেন একজন করে। ভারত ও অস্ট্রেলিয়া থেকে জায়গা পাননি কেউ।
উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশ: সাইম আইয়ুব, পাথুম নিশাঙ্কা, কেসি কার্টি, কুশল মেন্ডিস, আজমতউল্লাহ ওমরজাই, লিয়াম লিভিংস্টোন, শেরফান রাদারফোর্ড, ভানিডু হাসরাঙ্গা, শাহীন শাহ আফ্রিদি, আল্লাহ গাজানফর ও তাসকিন আহমেদ।








