ঈদ মানে ভারতীয় সিনেমা হলে ছিলো এক সময় খানদের দাপট। অন্তত সালমান খানের সিনেমা তো থাকতোই! তবে বিগত কয়েক বছর ধরে সেটার ব্যতিক্রম ঘটছে! খানদের ছবি না থাকলেও পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ভারতীয় দুটি বহুপ্রতীক্ষিত ছবি মুক্তি পাচ্ছে! এর একটি—অক্ষয় কুমার অভিনীত ‘হাউজফুল ৫’ এবং কমল হাসান অভিনীত তামিল ছবি ‘ঠাগ লাইফ’।
ভারতীয় বক্স অফিসের দখল নিয়ে এই দুই সিনেমার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে আগাম বুকিং থেকেই…
হাউজফুল ৫: কমেডি ফ্র্যাঞ্চাইজির দাপুটে প্রত্যাবর্তন
অগ্রিম বুকিংয়ে দারুণ সাড়া ফেলেছে ‘হাউজফুল ৫’। বুধবার (৪ জুন) সন্ধ্যা পর্যন্ত বিক্রি হয়েছে প্রায় ৯৩ হাজারের বেশি টিকিট, যার মোট রাজস্ব আয় ২.৭৮ কোটি টাকা। ব্লক সিটসহ এই অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে ৬.৭৬ কোটি টাকা। প্রথম দিনেই ১১ হাজারেরও বেশি শো চালানোর পরিকল্পনা নির্মাতাদের।
বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে জানিয়েছে, অগ্রিম বুকিংয়ের দিক থেকে ‘হাউজফুল ৫’ ইতোমধ্যেই ‘কেশরী চ্যাপ্টার ২’-এর রেকর্ড ভেঙে দিয়েছে। ফলে প্রথম দিনে সর্বোচ্চ আয়ের বলিউড সিনেমা হওয়ার দৌড়ে এটি এখন অন্যতম প্রার্থী।
ঠাগ লাইফ: তামিল সিনেমার নতুন ইতিহাস গড়তে প্রস্তুত
কমল হাসান ও মণি রত্নমের যুগলবন্দি ‘ঠাগ লাইফ’ বৃহস্পতিবার (৫ জুন) মুক্তি পেয়েছে। আগাম বুকিং থেকেই সিনেমাটি আয় করেছে ৬.১৬ কোটি রুপি, যেখানে মোট বিক্রি হয়েছে ৩,৫৮,৭৪২টি টিকিট। ব্লক সিটসহ মোট আয় দাঁড়িয়েছে ১৩.৮৯ কোটি রুপি, যা এই বছরের তামিল ছবির মধ্যে মুক্তির প্রথম দিনে সর্বোচ্চ।
প্রথম শো শুরু হয়েছে সকাল ৯টা থেকে, যার মাধ্যমেই ছবিটি প্রথম ঘণ্টাতেই ২ কোটি রুপির মতো আয় করে ফেলেছে। ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মণি রত্নমের গল্প বলা ও কমল হাসানের অনবদ্য অভিনয়ের প্রশংসা ঝড় তুলেছে।
বিতর্কেও আলোচনায় ‘ঠাগ লাইফ’
ছবিটি হিন্দি, মালায়ালাম ও সম্ভাব্য তেলুগু ভাষায় মুক্তি পেলেও কর্ণাটকে এর মুক্তি ঘিরে বিতর্ক দেখা দিয়েছে। কমলের পূর্বের একটি মন্তব্য—“তামিল থেকে কন্নড় ভাষার জন্ম”—নিয়ে বিতর্কে জড়ায় সিনেমাটি। কর্ণাটক ফিল্ম চেম্বার অফ কমার্স কমল হাসানকে ক্ষমা চাইতে বললেও, অভিনেতা স্পষ্ট জানিয়ে দেন “তিনি ক্ষমা চাইবেন না”।
তারকাবহুল ‘হাউজফুল ৫’-এর বাহিনী
পরিচালনা ও চিত্রনাট্য তরুণ মানসুখানির, প্রযোজনা সাজিদ খানের। ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে আছেন অভিষেক বচ্চন, রীতেশ দেশমুখ, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, সোনম বাজওয়া, নার্গিস ফাকরি, ফারদিন খান, চাঙ্কি পাণ্ডে, শ্রেয়স তালপাড়ে, দিনো মোরিয়া, জনি লিভারসহ বলিউডের একঝাঁক তারকা।
বক্স অফিসের চোখ
ভারতীয় দুই তারকাপ্রধান ছবি এই ঈদে দর্শক টানবে বলে ধারণা করছে সিনে বিশ্লেষকরা। তবে ঈদ উৎসবে বক্স অফিসের মুকুট শেষমেশ কার মাথায় ওঠে—অক্ষয় কুমারের ‘হাউজফুল ৫’ নাকি কমল হাসানের ‘ঠাগ লাইফ’—তা জানতে হলে চোখ রাখতে হবে আগামী কয়েক দিনের বক্স অফিস আপডেটে!








