বগুড়া শহরতলীর ইসলামপুর হরিগাড়ী পশ্চিমপাড়া এলাকায় দুই নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ৯টার দিকে শহরের ইসলামপুর হরিগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
বগুড়া সদর থানার ওসি হাসান বাসির হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, পূর্ববিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।
নিহতরা হলেন- ইসলামপুর হরিগাড়ী এলাকার মৃত আব্দুল কুদ্দুস বুলুর স্ত্রী লাইলি খাতুন (৮৩) এবং পারভেজ ইসলামের স্ত্রী হাবিবা ইয়াসমিন (২১)। নিহতরা দুজন সম্পর্কে দাদী শাশুড়ি ও নাতি বউ। এ ঘটনায় ওই বাড়ির এক কিশোরী মেয়ে গুরুতর আহত হয়েছেন।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, কিশোরী মেয়েটি এবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। স্কুলে পড়াশোনার সময় স্থানীয় প্রতিবেশী এক যুবক প্রায়ই উত্যক্ত করতো এবং বিয়েও করতে চায়। কিন্তু কিশোরী মেয়েটির পরিবার বিয়ে দিতে অস্বীকার করে এবং উত্যক্তের প্রতিবাদ জানায়। এতে ক্ষিপ্ত হয়ে বখাটে যুবক রাত সাড়ে ৯টার দিকে ঘরে ঢুকে লাইলি খাতুন ও হাবিবাকে গলা কেটে এবং কিশোরী মেয়েকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় মেয়েটি চিৎকার দিয়ে বাইরে পড়ে যায়। পরে লোকজন ছুটে এসে তিনজনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক লাইলি খাতুন ও হাবিবাকে চিকিৎসক মৃত ঘোষণা করে।








