এই খবরটি পডকাস্টে শুনুনঃ
এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায়, গ্রেপ্তারের পর ৮ দিনের রিমান্ডের তৃতীয় দিনই ঝিনাইদহের আওয়ামীলীগ নেতা সাইদুল করিম মিন্টুকে আদালতে ফিরতি হাজির করা হয়েছে।
এই বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি প্রধান হারুন অর রশিদ চ্যানেল আইকে বলেছেন, তদন্তকারী গোয়েন্দা কর্মকর্তার হয়তো তিন দিনের মধ্যেই মোটামুটি যেসব জিজ্ঞাসাবাদে তথ্য আশা করেছিলেন তা পেয়ে গিয়েছেন সেগুলো যাচাই-বাছাই ও ক্রস চেক করে তারপর প্রয়োজন হলে আবারও সাইদুল করিম মিন্টুকে রিমান্ডে এনে এমপি আনার হত্যার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
হারুনুর রশিদ আরও বলেন, মামলার প্রক্রিয়াগত কোনো ভুল হয়েছে বলে তার কাছে মনে হয় না। তাকে এই মুহূর্তে আর জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই। এ বিষয়ে বিভিন্ন মহলের সমালোচনায উঠলেও এই বিষয়ে নিয়ে এতদিন কোন মন্তব্য করেননি তদন্তকারী গোয়েন্দা কর্মকর্তারা।
তিনি বলেন, ঢাকার তদন্তকারী গোয়েন্দা কর্মকর্তারা কলকাতা গিয়ে এমপি আনারের দেহের অংশ সন্দেহে নিউ টাউনের সঙ্গীভা গার্ডেনের সুয়ারেজ লাইন থেকে যে মাংসপিণ্ড আলামত হিসেবে উদ্ধার করেছিলেন তার রাসায়নিক পরীক্ষা হলেও এখনও কেন ডিএনএ পরীক্ষা হচ্ছে না সে ব্যাপারে কথা বলেন গোয়েন্দা প্রধান হারুন অর রশিদ।
হারুনুর রশিদ চ্যানেল আইকে জানিয়েছেন, হাইকমিশনের মাধ্যমে আনার হত্যার তদন্তকারী কর্মকর্তারা তার মেয়ে ডরিনসহ দুই-একজন স্বজনকে ডেকে পাঠিয়েছেন। অসুস্থতার কারণে তাদের যেতে বিলম্ব হচ্ছে তবে দু-এক দিনের মধ্যেই তারা যাবেন বলে আশা করা যাচ্ছে। সন্দেহভাজন আরও কয়েকজনকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে ডিবি।








