এই খবরটি পডকাস্টে শুনুনঃ
এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে হংকং চায়নার বিপক্ষে ম্যাচ বাংলাদেশের। হংকংয়ের কোচ ইংলিশম্যান অ্যাশলে রয় ওয়েস্টউড। তার দিকে প্রশ্ন যায়, হামজা চৌধুরী আপনার দলে থাকলে কোথায় খেলাতেন? ম্যানচেস্টার ইউনাইটেডের মূল দল ও বয়সভিত্তিক পর্যায়ে খেলা ওয়েস্টউড খেললেন মাইন্ডগেম। জানালেন, ‘হামজা আমার দলে থাকলে তাকে বেঞ্চে বসিয়ে রাখতাম।’
জাতীয় স্টেডিয়াম নিয়ে অসন্তুষ্ট ওয়েস্টউড। বলেছেন, ‘আমি মনে করি মাঠ আরও ভালো হতে পারত। বাংলাদেশ প্রতিদিন মাঠ ব্যবহার করেছে, যা নিয়মের মধ্যে নেই। ফলে মাঠের মান খারাপ হয়েছে। তবে আমরা এটা নিয়ে খুব একটা ভাবছি না। উভয় দলকেই এই মাঠে খেলতে হবে। নিজেদের খেলা দিয়েই ম্যাচে টিকে থাকতে হবে।’
‘বাংলাদেশ এক পয়েন্ট পেয়েছে, কিন্তু সেটা দুই হওয়া উচিত ছিল। সিঙ্গাপুরের বিপক্ষে আমরা বাংলাদেশের ম্যাচ দেখেছিলাম। খেলার শেষদিকে বাংলাদেশের পেনাল্টি পাওয়া উচিত ছিল, ওটা অবশ্যই পেনাল্টি ছিল। হামজা চৌধুরীও সুযোগ পেয়েছিলেন, কিন্তু গোল করতে পারেননি।’
এই ম্যাচের ফলাফল কেমন হতে পারে প্রশ্নে এ কোচ বললেন, ‘বাংলাদেশ ভালো দল। আমরাও চাই ভালো পারফর্ম করতে। কিন্তু আমরা মনোযোগ হারালে, ভুল মনোভাব নিয়ে নামলে হারবো এটা নিশ্চিত। তবে খেলার দিন কেমন যাবে, সেটা আমার নিয়ন্ত্রণে নেই।’
ঢাকা জাতীয় স্টেডিয়ামে হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা শুরু হবে রাত ৮টায়। দুই ম্যাচ শেষে এক ড্র ও এক হারে ১ পয়েন্ট নিয়ে টেবিলে তিনে বাংলাদেশ। বৃহস্পতিবারের ম্যাচটি সরাসরি দেখা যাবে আইস্ক্রিন, টি-স্পোর্টস, নাগরিক টিভি ও বংগ বিডিতে।








