ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টে হতশ্রী পারফরম্যান্সের পর জ্যামাইকায় দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দারুণ জয়ে টেস্ট সিরিজ সমতায় শেষ করে টিম টাইগার্স। এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নামছে ক্যারিবীয়দের বিপক্ষে। প্রথম ওয়ানডেতে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় গড়াবে ম্যাচ। নিয়মিত কয়েকজন খেলোয়াড়ের অনুপস্থিতিতে ক্যারিবীয়ান অঞ্চলে নতুন চ্যালেঞ্জ পেরিয়ে ভালোর শুরুর আশায় মিরাজ।
চোটের কারণে সিরিজে নেই নিয়মিত অধিনায়িক নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয়। পারিবারিক কারণে ছুটিতে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানও। একাদশে ফিরেছেন আফিফ হোসাইন ও তানজিম হাসান সাকিব।
তিন পেসার ও দু্ই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে লাল-সবুজের। স্পিনে অধিনায়ক মিরাজকে সঙ্গ দেবেন রিশাদ হোসেন। পেসে নাহিদ রানার পাশাপাশি আছেন তাসকিন আহমেদ ও তানজিম সাকিব।
বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, রিশাদ হোসাইন, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও তানজিম হাসান সাকিব।








