এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি হলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম ও নির্বাচন কমিশনার মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) এস এম শফিউদ্দিন আহমেদ দায়িত্ব থেকে সরে দাঁড়ানোয় নতুন সভাপতি পেল সংগঠনটি।
ওয়াকার-উজ-জামান বিওএর’র সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছিলেন। তার বিপরীতে কোনো প্রার্থী মনোনয়ন কেনেননি। একমাত্র এবং বৈধ প্রার্থী হওয়ায় নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে তার নির্বাচিত হওয়ার ঘোষণা দেন।
বিওএ সভাপতি নির্বাচনে মোট কাউন্সিলর ছিলেন ৭১ জন। তাদের বেশ কয়েকজনকে অব্যাহতি দেয়ায় চূড়ান্ত ভোটারের সংখ্যা দাঁড়ায় ৫২। অবসরের পর এসএম শফিউদ্দিন আহমেদ অলিম্পিকের সভাপতি পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন।








