এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার জয়ের ম্যাচে আম্পায়ারের সাথে তর্কে জড়িয়েছিলেন ম্যাথু ওয়েড। ঘটনায় জরিমানা থেকে বেচে গেলেও শাস্তি পেয়েছেন অজি উইকেটরক্ষক-ব্যাটার। তিরস্কার করা হয়েছে তাকে। পাশাপাশি ১ ডিমেরিট পয়েন্ট শাস্তি দেয়া হয়েছে।
অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের সময় ইনিংসের ১৮তম ওভারে ঘটনাটি ঘটে। ইংল্যান্ড স্পিনার আদিল রশিদের বিপরীতে ব্যাটে ছিলেন ওয়েড। রশিদের একটি ডেলিভারি ছেড়ে দিয়ে পেছনে সরে যান। বলটি ‘ডেড’ সিগন্যাল দেননি আম্পায়ার নীতিন মেনন। প্রথমে ইংলিশ উইকেটরক্ষক জস বাটলারের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় করেন ওয়েড। পরের বলে সিঙ্গেল নেয়ার পর মেননের সঙ্গে বিষয়টি নিয়ে তর্কে জড়ান তিনি।
সোমবার বিবৃতিতে ওয়েডের শাস্তির বিষয়টি জানিয়েছে আইসিসি। সংস্থাটি বলেছে, “ওয়েড আশা করেছিলেন আম্পায়ার বলটি ‘ডেড’ ঘোষণা করবেন। যখন তা হয়নি, তখন সিদ্ধান্ত নিয়ে আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়ান।”
‘আইসিসির আচরণবিধির লেভেল ১ লঙ্ঘন করেছেন ওয়েড। দোষ স্বীকার করে সর্বোচ্চ শাস্তি ৫০ শতাংশ ম্যাচ ফি জরিমানা দেয়া থেকে বেচে গেছেন। পরবর্তী দুই বছরের জন্য তার রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে।’








