এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বিজয় দিবস কাবাডিতে ছেলেদের প্রতিযোগিতায় বাংলাদেশ বিমান বাহিনীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌ বাহিনী। মেয়েদের বিভাগে বাংলাদেশ আনসার ও ভিডিপিকে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ পুলিশ।
মঙ্গলবার ছেলে ও মেয়ে দুই বিভাগের ফাইনাল গড়িয়েছে। শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ছেলেদের ফাইনালে ৩৮-৩৬ পয়েন্ট ব্যবধানে জিতেছে নৌ বাহিনী। মেয়েদের ফাইনালে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ। শিরোপা লড়াইয়ে পুলিশ ২৬-১৬ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপিকে।
আগে মাঠে গড়ায় ছেলেদের ফাইনাল। ম্যাচের শুরুতে এগিয়ে যায় বিমান বাহিনী। পরে ঘুরে দাঁড়িয়ে প্রথমার্ধ নিজেদের করে নেয় নৌ বাহিনী, ২৬-১৪ ব্যবধানে। বিরতির পর বিমান বাহিনী ফের ঘুরে দাঁড়ায়। শেষপর্যন্ত ২ পয়েন্টে পিছিয়ে থেকে হেরে যায়। ফাইনাল সেরা হয়েছেন নৌ বাহিনীর তুহিন তরফদার। টুর্নামেন্টের সেরা রেইডার বিমান বাহিনীর মিজান আহমেদ। সেরা ক্যাচার নৌ বাহিনীর নাসির উদ্দিন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন বিমান বাহিনীর দীপায়ন।
মেয়েদের ফাইনালে লড়াইটা জমেছিল শুরুতে। ১০ পয়েন্ট পর্যন্ত সমানতালে এগিয়েছে দুদল। একপর্যায়ে ছন্দ হারায় আনসার। পুলিশ এগিয়ে যায়। পরে আর ঘুরে দাঁড়াতে পারেনি আনসার। শিরোপা জিতে মাঠ ছাড়ে পুলিশের মেয়েরা। ফাইনাল সেরা হয়েছেন ইসরাত জাহান। টুর্নামেন্টের সেরা রেইডার পুলিশের নবর্শি চাকমা। সেরা ক্যাচার আনসারের স্মৃতি খাতুন। সেরা খেলোয়াড় হয়েছেন পুলিশের শ্রাবণী মল্লিক।








