‘আহা, আজি এ বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়’…বসন্তের আগমনকে মনে প্রাণে ধরে রাখতে ১৩৫ বছর আগে গানটি রচনা করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সেই বসন্ত রাজের আগমন ঘটেছে আজ। কাগজে কলমে শীত চলে গেলেও প্রকৃতিতে বইছে হিমেল হাওয়া। সকাল সকাল কোকিলের ডাক জানান দিচ্ছে চলে এসেছে বসন্তকাল।
সেইসাথে আজ বিশ্ব ভালোবাসা দিবস। বাংলা একাডেমি পঞ্জিকা সংশোধনের পর এখন পহেলা ফাল্গুন আর ভালোবাসা দিবস একই দিনে উদযাপিত হয়।
এই উৎসবকে কেন্দ্র করে রাজধানীতে বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হচ্ছে বসন্তানুষ্ঠান। সকালে ৭টায় জনপ্রিয় স্যাটেলাইট টিভি – চ্যানেল আইয়ের ছাতিম তলায় অনুষ্ঠিত হয়েছে বসন্ত উৎসব। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুল তলায় চলছে বসন্ত উদযাপন অনুষ্ঠান। ধানমন্ডির রবীন্দ্র সরোবরেও অনুষ্ঠিত হচ্ছে বসন্ত অনুষ্ঠান।
এই দুই উৎসবের আগের রাতে রাজধানীর শাহবাগের ফুলের দোকান গুলোতে ছিল ফুল কেনার ধুম। দম ফেলার ফুসরত পাননি বিক্রেতারা। হরেক রঙের গোলাপ, রজনীগন্ধা, অর্কিড, দোলনচাঁপা, পদ্মা, জিনিয়া, ডালিয়া, চাইনিজ গাঁদা, জিপসিসহ বিভিন্ন ধরনের ফুলের সমাহার ঘটিয়েছেন বিক্রেতারা। আজকের দিনে শহরের যান্ত্রিক জীবন থেকে বের হয়ে মানুষ তাদের প্রিয়জনকে ফুল দিয়ে ভালোবাসা প্রকাশ করছেন আজ।








