এই খবরটি পডকাস্টে শুনুনঃ
১৯ দিনের মহাযজ্ঞ শেষে পর্দা নামল প্যারিস অলিম্পিকের। শেষ হয়েছে সকল ইভেন্টের পদক লড়াই। বাকি কেবল আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণার। বাংলাদেশ সময় রাত ১টায় জমকালো আয়োজনে পর্দা নামবে গ্রেটেস্ট শো অন আর্থের। আসরে দারুণ করেছে যুক্তরাষ্ট্র ও চীন। পদকে শীর্ষ দুইয়ে অবস্থান দেশ দুটির, ধারে কাছে নেই অন্যকেউ।
প্যারিসে অংশগ্রহণ করেছেন ২০৬টি দেশের সাড়ে ১০ হাজারের বেশি অ্যাথলেট। ৩২টি ডিসিপ্লিনে ৩২৯টি ইভেন্টে পদকের জন্য লড়েছেন তারা। আসরে অন্তত একটি করে পদক জিতেছে এমন দেশের সংখ্যা ৮৪টি। অন্তত একটি করে সোনা জিতেছে এমন দেশের সংখ্যা ৬৩টি।
সবচেয়ে বেশি সোনা জিতেছে যুক্তরাষ্ট্র ও চীন। দুদলই সমান ৪০টি করে সোনা ঘরে তুলেছে। সবমিলিয়ে ১২৬টি পদক জিতে তালিকায় শীর্ষে অবস্থানে শেষ করেছে যুক্তরাষ্ট্র। যার মধ্যে ৪৪টি রৌপ্য ও ৪২টি ব্রোঞ্জ জিতেছে দেশটি।
৪০ সোনা জেতা চীনের মোট পদক ৯১টি। রৌপ্য ২৭টি এবং ২৪টি ব্রোঞ্জ জিতেছে তারা। তালিকায় তিনে জাপান। ২০ সোনা, ১২টি রৌপ্য ও ১৩টি ব্রোঞ্জ, সবমিলিয়ে ৪৫টি পদক জিতেছে তারা।

১৮টি সোনা জিতে চারে অস্ট্রেলিয়া। ১৯টি রৌপ্য ও ১৬টি ব্রোঞ্জ মিলিয়ে ৫৩টি পদক জিতেছে তারা। স্বাগতিক ফ্রান্স তালিকায় পাঁচে। ১৬টি সোনা, ১৯টি রৌপ্য ও ১৬টি ব্রোঞ্জ জিতে মোট ৬৪ পদক ঘরে রেখেছে স্বাগতিক দেশটি।
নেদারল্যান্ডস ১৬টি, গ্রেট ব্রিটেন ১৪টি, সাউথ কোরিয়া ১৩টি, ইতালি ও জার্মানি ১২টি করে এবং নিউজিল্যান্ড ১০টি সোনা জিতেছে। বাকিদের মধ্যে কানাডা ৯টি, উজবেকিস্তান ৮টি, হাঙ্গেরি ৬টি এবং স্পেন ৫টি সোনা জিতেছে।
চারটি করে সোনা জিতেছে সুইডেন, কেনিয়া, নরওয়ে ও আয়ারল্যান্ড। তিনটি করে সোনা ঘরে তুলেছে ব্রাজিল, ইরান, ইউক্রেন, রোমানিয়া, জর্জিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, সার্বিয়া ও চেক রিপাবলিক।
দুটি করে সোনা জিতেছে ১১টি দেশ। একটি করে সোনা জিতেছে ২২টি দেশ। আসরে কোনো সোনা না জিতলেও একটি রৌপ্যসহ মোট পাঁচটি ব্রোঞ্জ জিতেছে ভারত। আর ছয়টি ইভেন্টে অংশ নিয়ে কোনো পদক জেতা হয়নি বাংলাদেশের।








