যুক্তরাষ্ট্র ও সাউথ আফ্রিকা ম্যাচ দিয়ে গড়িয়েছে টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব। নর্থ সাউন্ডে টসে হেরে আগে ব্যাটে নেমে দাপট প্রোটিয়াদের। তাণ্ডব চালিয়ে ফিফটি তুলে নিয়েছেন কুইন্টন ডি কক। বড় সংগ্রহের পথে ছুটছে সাউথ আফ্রিকা।
স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে টসে জিতে প্রোটিয়াদের আগে ব্যাটে আমন্ত্রণ জানায় যুক্তরাষ্ট্র। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভারে ১ উইকেট হারিয়ে ৯৩ রান তুলেছে সাউথ আফ্রিকা। ডি কক ২৮ বলে ৫২ এবং এইডেন মার্করাম ১৭ বলে ২৬ রানে ক্রিজে আছেন।
প্রথম ওভারটা দেখেশুনেই পার করেন ডি কক ও রেজা হেনড্রিক্স। ৩ রান আসে ওভার থেকে। দ্বিতীয় ওভারে মারমুখী হন তারা। হেনড্রিক্সের এক ছক্কায় সেই ওভারে আসে ১০ রান। তৃতীয় ওভারের চতুর্থ বলে টপএজ হয়ে কোরি অ্যান্ডাসনের হাতে ধরা পড়েন হেনড্রিক্স।
চতুর্থ ওভারে যশদীপ সিংয়ের উপর তাণ্ডব চালান ডি কক। দুটি চার ও তিন ছক্কায় ২৮ রান আদায় করেন প্রোটিয়া উইকেটরক্ষক-ব্যাটার। এরপর ঝড়ো ব্যাটিংয়ে রান তোলায় ধারাবাহিকতা বজায় রেখে নবম ওভারে ফিফটি পূর্ণ করেন ডি কক। ২৬ বলে ৫০ ফিফটি পূর্ণ করার পথে ছিল চারটি করে চার ও ছক্কার মার।








