এই খবরটি পডকাস্টে শুনুনঃ
জাতিসংঘের ফিলিস্তিন অধিকারের বিশেষ প্রতিনিধি ফ্রান্সেস্কা আলবানিজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের বিরুদ্ধে তার ধারাবাহিক বক্তব্য এবং কর্মকাণ্ডকে ‘রাজনৈতিক ও অর্থনৈতিক আক্রমণ’ হিসেবে উল্লেখ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই সিদ্ধান্তের ঘোষণা দেন।
আজ (১০ জুলাই) বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, আলবানিজের বিরুদ্ধে নেওয়া যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সা’আর বলেন, এখন জাতিসংঘের চোখ খোলার সময় এসেছে।
এর আগে নিজের এক্স অ্যাকাউন্টে একটি পোস্টে রুবিও লেখেন, আমরা সবসময় আমাদের মিত্রদের আত্মরক্ষার অধিকারের পক্ষে থাকবো। আলবানিজের মতো ব্যক্তিদের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রচারণা সহ্য করা হবে না।
ফ্রান্সেস্কা আলবানিজ দীর্ঘদিন ধরে জাতিসংঘের বিভিন্ন ফোরামে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর সমালোচনা করে আসছিলেন। তিনি ইসরায়েলকে ‘আপারথেইড রাষ্ট্র’ হিসেবে আখ্যা দিয়েছেন এবং গাজায় হামাসের সহিংসতাকে ‘অপ্রত্যাশিত নয়’ বলে মন্তব্য করেন।
আল জাজিরা থেকে যোগাযোগ করা হলে আলবানিজ যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞার বিষয়ে বলেন, “মাফিয়া স্টাইলের ভয়ভীতি প্রদর্শনের কৌশলের বিষয়ে কোনো মন্তব্য নেই। আমি সদস্যরাষ্ট্রগুলোকে গণহত্যা বন্ধ এবং দোষীদের শাস্তির বাধ্যবাধকতা স্মরণ করিয়ে দিতে ব্যস্ত—আর যাদের এতে লাভ হয়, তাদেরও।”







