এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বাংলাদেশের নাগরিকদের মধ্যে যারা ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের বি-ওয়ান অথবা বি-টু ভিসার জন্য অনুমতি পাবেন তাদের সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার ভিসা বন্ড জমা দিতে হবে। এদিকে আজ থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের অভিবাসী ভিসা প্রসেসিং কার্যক্রম স্থগিত করেছে যুক্তরাষ্ট্র।
বুধবার (২১ জানুয়ারি) থেকে কার্যকর হবে এই নিয়ম। তবে এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ভিসা বন্ড প্রযোজ্য হবে না। মঙ্গলবার (২০ জানুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এসব তথ্য জানিয়েছে।
এরআগে সোমবার এক বার্তায় মার্কিন দূতাবাস জানায়, ২০২৬ সালের ২১ জানুয়ারির আগে ইস্যু করা বৈধ বি-ওয়ান অথবা বি-টু ভিসাধারীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য হবে না। সাক্ষাৎকারের আগে বন্ড পরিশোধ না করারও পরামর্শ দেওয়া হয়েছে। কেননা আগাম বন্ড পরিশোধ করলেও তা ভিসার নিশ্চয়তা দেবে না বলে জানানো হয়েছে। সাক্ষাৎকারের আগে পরিশোধ করা কোনো অর্থ ফেরতযোগ্য নয় বলেও জানানো হয়েছে। ভিসার শর্তাবলী যথাযথভাবে অনুসরণ করলেই কেবল বন্ডের অর্থ ফেরত পাওয়া যাবে।








