দিন কয়েক আগেই সিনেমার সেটেই ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হয়েছিলেন অভিনেত্রী উর্বশী রাউতেলা। যার ফলে হাসপাতালেও ভর্তি করানো হয়েছিল তাকে। তার মাঝেই এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলো উর্বশীর এক ভিডিও। যা রীতিমত ছড়িয়ে পড়েছে নেট মাধ্যমে।
প্রকাশ্যে আসা উর্বশীর ২৩ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে একটি স্নানঘরে ঢুকেন উর্বশী। যেখানে তার পরনে সালোয়ার কামিজ। তিনি স্নানঘরের দরজা বন্ধ করেই পোশাক বদলাতে শুরু করেন আর সেখানেই বন্ধ হয়ে যায় ভিডিও। কিন্তু এমন এক ব্যক্তিগত মুহূর্তের ভিডিও কীভাবে প্রকাশ্যে এল, তা নিয়ে সন্দিহান অনেকেই।
ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক সময়ে নায়িকাদের যে ডিপফেক ভিডিও ছড়িয়েছে নেটমহলে তেমনটাই হয়েছে উর্বশীর সঙ্গে। আবার নেটপাড়ার একাংশের দাবি, পুরোটাই নাকি আসন্ন ছবির প্রচারের জন্য করা। যদিও কোনটা সত্যি, সে প্রসঙ্গে এখনও কোন মন্তব্য করেননি উর্বশী।
নিজের ফ্যাশন স্টেটমেন্ট এবং বিলাসবহুল জীবনযাত্রার কারণে বরাবরই চর্চায় থাকেন উর্বশী। ছবি বক্স অফিসে হিট না করলেও তার প্রভাব পড়তে দেখা যায়নি অভিনেত্রীর জীবনযাত্রায়। এছাড়াও ক্রিকেটার ঋষভ পন্থের সঙ্গে সম্পর্কের কারণে একটা সময় চর্চায় ছিলেন তিনি। এবার এই ভিডিও নিয়ে আলোচনায় অভিনেত্রী। বিতর্কের জল কত দূর গড়ায়, তা ই এখন দেখার বিষয়।- বলিউড লাইফ







