২০৩০ সালের জন্য কার্বণ নির্গমন হ্রাসের লক্ষ্যমাত্রা সাতগুণ বাড়ানোর কথা বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। দুবাইয়ে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে সংবাদ সম্মেলনে উন্নত দেশগুলোকে তাদের ১০০ বিলিয়ন মার্কিন ডলারের প্রতিশ্রুতি পূরণের জন্য জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এদিকে সম্মেলনে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা তাদের রিপোর্ট প্রকাশ করলেও তা যথেষ্ট নয় বলে সমালোচনা হচ্ছে।







